রাজধানীতে পৃথক স্থানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
Thumbnail image
প্রতীকী ছবি

রাজধানীতে পৃথক স্থানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন—যাত্রাবাড়ীর জসিম উদ্দীন (১৯) ও আফতাবনগরের ইকবাল বিশ্বাস (৫০)।

আজ সোমবার বিকেল সোয়া ৪টার দিকে আফতাবনগর সি-ব্লকে এবং বেলা ১১টার দিকে যাত্রাবাড়ী আদর্শবাগ এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে জসিমকে এবং সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ইকবালকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে জসিমের সহকর্মী মো. নাজমুল হোসেন বলেন, তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার বিশালপুর গ্রামে। জসিমের বাবার নাম দেওয়ান। নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন। তাঁরা যাত্রাবাড়ী আদর্শবাগে একটি নির্মাণাধীন ৯ তলা ভবনে কাজ করেন। সকালে ৯ তলায় কাজ করার সময় পা পিছলে নিচে পড়ে যান জসিম। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে মৃত ইকবালের সহকর্মী মো. মজনু বলেন, তাঁরা আফতাবনগর সি-ব্লকে ১০ তলা ভবনে কাজ করছিলেন। ওই ভবনেই থাকতেন। ইকবাল রাজমিস্ত্রির কাজ করতেন। ১০ তলায় মাচান বেঁধে কয়েকজন কাজ করার সময় হঠাৎ মাথা ঘুরে নিচে পড়ে যান ইকবাল। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক স্থান থেকে দুই শ্রমিককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সহকর্মীরা বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত