মানবসেবায় উজ্জ্বল সিআরপি

অরূপ রায়, সাভার
Thumbnail image

ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন সাভার পৌর এলাকার ব্যাংকটাউনের বাসিন্দা জাহাঙ্গীর আলম। মাস ছয়েক আগে সড়ক দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ড ভেঙে যায়। মাথা ছাড়া শরীরের আর কোনো অংশ নাড়াতে পারতেন না তিনি। সেই জাহাঙ্গীর এখন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসা নিয়ে চলৎশক্তি ফিরে পেয়েছেন।

শুধু জাহাঙ্গীর নন, হাজারো পক্ষাঘাতগ্রস্ত রোগী সাভারসহ সিআরপির ৯টি উপকেন্দ্রে চিকিৎসা নিয়ে থাকেন, যাঁদের অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।

পক্ষাঘাতগ্রস্ত কিংবা নানা আঘাতপ্রাপ্ত মানুষের চিকিৎসার জন্য ব্রিটিশ নাগরিক ভ্যালেরি অ্যান টেইলর ১৯৭৯ সালে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে সিআরপির কার্যক্রম শুরু করেন। রোগী বাড়তে থাকলে রাজধানীর ফার্মগেটে একটি ভাড়া বাসায় এর কার্যক্রম চলে। ১৯৮৯ সালে সাভারের চাপাইনে ৫ একর জায়গা কিনে সিআরপির স্থায়ী ঠিকানা গড়ে তোলা হয়, যা এখন ১০০ শয্যার হাসপাতাল। এ ছাড়া রাজধানীর মিরপুরসহ দেশের আটটি জেলায় সিআরপির ৯টি উপকেন্দ্র রয়েছে।

ভ্যালেরি অ্যান টেইলর ১৯৬৭ সালে লন্ডনের সেন্ট টমাস হাসপাতাল থেকে ফিজিওথেরাপির ওপর পড়াশোনা করেন। ১৯৬৯ সালে তিনি বাংলাদেশে এসে চন্দ্রঘোনার খ্রিষ্টান হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসেবে যোগদান করেন। ১৯৯৮ সালে তাঁকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়।

সিআরপির সহকারী ফিটনেস ও বিনোদন প্রশিক্ষক মাহবুব বিন মহিউদ্দিনের বাড়ি নোয়াখালীতে। তিনি একসময় ব্যবসা করতেন। ২০১৭ সালে মোটরসাইকেল দুর্ঘটনায় মেরুদণ্ডে আঘাত পেয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন তিনি। বুক থেকে নিচের অংশ নাড়াতে পারতেন না। সিআরপিতে ছয় মাসের চিকিৎসা নিয়ে হুইলচেয়ারে বসে চলাচল করতে শুরু করেন। এ অবস্থায় গত বছর জানুয়ারি মাসে তিনি সিআরপিতে চাকরির সুযোগ পান। এর আগে প্রতিষ্ঠানটিতে স্বেচ্ছাসেবক হিসেবে প্রায় এক বছর কাজ করেছেন তিনি। মাহবুব বলেন, ‘দুর্ঘটনায় আমার যে অবস্থা হয়েছিল, সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়াব তা ভাবতেও পারিনি। এখন আমার চাকরি হয়েছে। হয়েছে বউ ও সন্তান।’

সিআরপির ফিজিওথেরাপি বিভাগের প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, অস্থিসন্ধি ও মাংসপেশির ব্যথা, স্নায়ুরোগ, মেরুরজ্জু ও পক্ষাঘাতগ্রস্ততার সমস্যাসহ বার্ধক্য ও খেলাধুলাজনিত বিভিন্ন সমস্যা এবং রোগে এখানকার থেরাপিস্টরা ফিজিওথেরাপি চিকিৎসাসেবা দিয়ে আসছেন। সিআরপির সাভারসহ ৯টি উপকেন্দ্রের মাধ্যমে বছরে প্রায় ৮০ হাজার রোগীকে ফিজিওথেরাপি চিকিৎসা ও পুনর্বাসনসেবা দেওয়া হচ্ছে।

মো. আজমত আলী খান। বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার গুল্লা গ্রামে। মাস তিনেক আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (স্ট্রোক) কারণে ডান হাত ও পা অবশ হয়ে যার তাঁর। এর কয়েক দিন পর থেকে সিআরপিতে চিকিৎসা নিচ্ছেন তিনি। মাত্র আড়াই মাসের চিকিৎসায় তিনি এখন অন্যের সাহায্য ছাড়াই হাঁটতে পারেন।

আজমত আলীর চিকিৎসক (ফিজিওথেরাপিস্ট) রিচার্ড বৈরাগী বলেন, ‘আজমত আলী যখন সিআরপিতে আসেন, তখন বিছানায় পড়া ছিলেন। তিনি চলৎশক্তি হারিয়ে ফেলেছিলেন। অল্প সময়ের চিকিৎসায় চলৎশক্তি ফিরে পেয়েছেন। আরও কিছুদিন চিকিৎসা নিলে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি।’

একই কারণে গত এপ্রিল মাসে চলৎশক্তি হারিয়ে ফেলেন গাজীপুরের শ্রীপুরের মাধবপুর গ্রামের পণ্ডিত চন্দ্র মণ্ডলের স্ত্রী সীমা রানি মণ্ডল। স্থানীয়ভাবে চিকিৎসা করে ভালো ফল না পেয়ে তাঁর ছেলে প্রভাত চন্দ্র মণ্ডল গত জুলাই মাসে তাঁকে সিআরপিতে নিয়ে আসেন। ফিজিওথেরাপিস্ট তাহমিনা আক্তার বলেন, মাত্র দুই মাসের চিকিৎসায় সীমা রানি ধরে ধরে হাঁটতে পারছেন। একটু একটু করে নিজের কাজ নিজেই করতে পারছেন। আরও কিছুদিন চিকিৎসা নিলে তিনি সুস্থ হয়ে উঠবেন।

নির্বাহী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, ১৯৭৯ সাল থেকে সিআরপি পক্ষাঘাতগ্রস্ত কিংবা নানা আঘাতপ্রাপ্ত মানুষের চিকিৎসা ও পুনর্বাসনে কাজ করে যাচ্ছে। এই সেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন স্থানে শাখা স্থাপনের পাশাপাশি উন্নয়নের কাজ চলছে। এ জন্য তিনি সরকার ও সমাজের অবস্থাসম্পন্ন ব্যক্তিদের সিআরপির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত