শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়া উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলম ছৈয়াল (৩৩) গত ৪ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের পর তাঁর স্ত্রী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার পর ওই শিক্ষকের স্ত্রী মুঠোফোনে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন।
নিখোঁজ শাহ আলম ছৈয়াল উপজেলার ৪৬ নম্বর গুলমাইজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি উপজেলার মগর গ্রামের আদম আলী ছৈয়ালের ছেলে।
নড়িয়া থানা-পুলিশ ও শিক্ষকের পরিবার জানায়, নড়িয়ার মগর গ্রামের বাসিন্দা শাহ আলম ছৈয়াল ২০২০ সালের মার্চে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান। এরপর, চলতি বছরের ১ জানুয়ারি থেকে তিনি শরীয়তপুর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিচ্ছেন। গত ৪ এপ্রিল দুপুরে ঢাকা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন তিনি। ওই দিন সন্ধ্যার পর থেকেই তাঁর মুঠোফোন বন্ধ পায় পরিবারের সদস্যরা। এরপর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পায়নি পরিবার। স্বামীর সন্ধান পেতে ১১ এপ্রিল নিখোঁজ শিক্ষকের স্ত্রী বীথি আক্তার নড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বীথির অভিযোগ, জিডি করার পর মঙ্গলবার তাঁর মুঠোফোনের ইমো অ্যাপে ফোন করে অজ্ঞাত ব্যক্তিরা তাঁকে হুমকি দেয়। জিডি প্রত্যাহার করে নেওয়ার কথা বলে। জিডি প্রত্যাহার করা না হলে তাঁর স্বামীর ক্ষতি হবে বলেও হুমকি দেওয়া হয়।
বীথি আক্তার বলেন, ‘ঢাকায় কাজ আছে, এক দিন পরে ফিরে আসবে এমন কথা বলে আমার স্বামী ৪ এপ্রিল বাড়ি থেকে বের হয়। ওই দিন সন্ধ্যার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাই। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান করতে পারছি না। তাই সোমবার থানায় জিডি করেছি। জিডি করার কারণে অজ্ঞাত ব্যক্তিরা আমার ইমো নম্বরে হুমকি দিচ্ছে। জিডি উঠিয়ে নেওয়ার কথা বলছেন। এমন পরিস্থিতিতে আমি কি করব বুঝতে পারছি না। পুলিশের কাছে আমার অনুরোধ আমার স্বামীকে খুঁজে দিন। আমাদের কাছে ফিরিয়ে দিন। আমার শিশু সন্তান ও বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে নিয়ে আতঙ্ক ও শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছি।’
৪৬ নম্বর গুলমাইজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা খাতুন বলেন, ‘শাহ আলম এক বছরের জন্য শরীয়তপুর পিটিআইতে প্রশিক্ষণে আছেন। তিনি কীভাবে, কেন নিখোঁজ হলেন তা বুঝতে পারছি না। খবরটা শোনার পর থানায় গিয়েছি। আমরাও শঙ্কায় আছি।’
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর বলেন, ‘সোমবার শিক্ষক শাহ আলম ছৈয়ালের নিখোঁজের বিষয়ে জিডি করা হয়েছে। আমরা তাঁর সন্ধান করছি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাঁকে খোঁজা হচ্ছে। তাঁর স্ত্রীকে হুমকি দেওয়ার বিষয়টি আমাদের জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।’
শরীয়তপুরের নড়িয়া উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলম ছৈয়াল (৩৩) গত ৪ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের পর তাঁর স্ত্রী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার পর ওই শিক্ষকের স্ত্রী মুঠোফোনে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন।
নিখোঁজ শাহ আলম ছৈয়াল উপজেলার ৪৬ নম্বর গুলমাইজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি উপজেলার মগর গ্রামের আদম আলী ছৈয়ালের ছেলে।
নড়িয়া থানা-পুলিশ ও শিক্ষকের পরিবার জানায়, নড়িয়ার মগর গ্রামের বাসিন্দা শাহ আলম ছৈয়াল ২০২০ সালের মার্চে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান। এরপর, চলতি বছরের ১ জানুয়ারি থেকে তিনি শরীয়তপুর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিচ্ছেন। গত ৪ এপ্রিল দুপুরে ঢাকা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন তিনি। ওই দিন সন্ধ্যার পর থেকেই তাঁর মুঠোফোন বন্ধ পায় পরিবারের সদস্যরা। এরপর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পায়নি পরিবার। স্বামীর সন্ধান পেতে ১১ এপ্রিল নিখোঁজ শিক্ষকের স্ত্রী বীথি আক্তার নড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বীথির অভিযোগ, জিডি করার পর মঙ্গলবার তাঁর মুঠোফোনের ইমো অ্যাপে ফোন করে অজ্ঞাত ব্যক্তিরা তাঁকে হুমকি দেয়। জিডি প্রত্যাহার করে নেওয়ার কথা বলে। জিডি প্রত্যাহার করা না হলে তাঁর স্বামীর ক্ষতি হবে বলেও হুমকি দেওয়া হয়।
বীথি আক্তার বলেন, ‘ঢাকায় কাজ আছে, এক দিন পরে ফিরে আসবে এমন কথা বলে আমার স্বামী ৪ এপ্রিল বাড়ি থেকে বের হয়। ওই দিন সন্ধ্যার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাই। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান করতে পারছি না। তাই সোমবার থানায় জিডি করেছি। জিডি করার কারণে অজ্ঞাত ব্যক্তিরা আমার ইমো নম্বরে হুমকি দিচ্ছে। জিডি উঠিয়ে নেওয়ার কথা বলছেন। এমন পরিস্থিতিতে আমি কি করব বুঝতে পারছি না। পুলিশের কাছে আমার অনুরোধ আমার স্বামীকে খুঁজে দিন। আমাদের কাছে ফিরিয়ে দিন। আমার শিশু সন্তান ও বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে নিয়ে আতঙ্ক ও শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছি।’
৪৬ নম্বর গুলমাইজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা খাতুন বলেন, ‘শাহ আলম এক বছরের জন্য শরীয়তপুর পিটিআইতে প্রশিক্ষণে আছেন। তিনি কীভাবে, কেন নিখোঁজ হলেন তা বুঝতে পারছি না। খবরটা শোনার পর থানায় গিয়েছি। আমরাও শঙ্কায় আছি।’
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর বলেন, ‘সোমবার শিক্ষক শাহ আলম ছৈয়ালের নিখোঁজের বিষয়ে জিডি করা হয়েছে। আমরা তাঁর সন্ধান করছি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাঁকে খোঁজা হচ্ছে। তাঁর স্ত্রীকে হুমকি দেওয়ার বিষয়টি আমাদের জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।’
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ৪ দফা দাবিতে মঙ্গলবার (২২ এপ্রিল) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এর পরপরই ক্যাম্পাসের গ্রাউন্ড ফ্লোরে ফাঁস হওয়া শিক্ষক-কর্মকর্তাদের আওয়ামী লীগ রক্ষার গোপন সভার ভিডিও প্রদর্শন করা হয়। অনলাইনে সভাটি হয়েছিল গত বছরের ৪ আগস্ট। এদিকে বিশ্ববিদ্যালয়ের একমাত্র অধ্যাপক ড. মো. ম
৮ মিনিট আগেপিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা থেকে ৫০ শয্যার ভবন নির্মাণ ও দুটি আবাসিক ভবন নির্মাণে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম পাওয়া গেছে। দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পিরোজপুর স্বাস্থ্য অধিদপ্তরের ৩ প্রকৌশলী এবং নির্মাণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধ
১২ মিনিট আগেপ্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় হৃদয় মিয়াজি (২৩) নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগেগত বছরের ২২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে নেমে মৃত্যুবরণ করেন দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ সোহাদ হক। তারপর এক বছর চলে গেলেও এখনো তাঁর মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে গত বছর সুইমিংপুল বন্ধ করে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে