সমন্বয়ক পরিচয়ে কৃষক লীগ নেতার বাসা থেকে স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ২

উত্তরা (ঢাকা), প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১৩: ৫৮
Thumbnail image
উদ্ধার করা স্বর্ণালংকার। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ড. হারুনুর রশিদ হাওলাদারের বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা-পয়সা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) ভোরে উত্তরা ৪ নম্বর সেক্টরের হোটেল প্যারাডাইজ থেকে মারুফ হাসান পল্লবকে (৩২) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৪ ভরি স্বর্ণালংকার, একটি পাসপোর্ট এবং এ ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উত্তরা ১২ নং সেক্টর থেকে আব্দুল্লাহ আল মামুন সজিবকে (২৬) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে এক লাখ টাকা উদ্ধার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা ১২ নং সেক্টরের শাহ মখদুম অ্যাভিনিউ সড়কে কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পটুয়াখালীর দুমকি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ড. হারুনুর রশিদ হাওলাদারের বাসার ম্যানেজার কাইয়ুমকে জিম্মি করে দুই যুবক। পরে তাঁরা ভেতরে প্রবেশ করে। তাঁরা নিজেদের বিজিএমইএ ও শান্তা মারিয়াম ইউনিভার্সিটির ছাত্র এবং সমন্বয়কের পরিচয় দেন। ভেতরে প্রবেশ করে সিসি ক্যামেরার ডিভিআর খুলে ফেলেন এবং ড. হারুনুর রশিদ হাওলাদারের স্ত্রী ও ইডেন কলেজের ভাইস প্রিন্সিপাল ড. মমতাজ শাহানারাকে বলেন, তাঁদের বাসায় অবৈধ অস্ত্র ও টাকা মজুত আছে। তখন তাঁরা ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় পুলিশ ও সেনাবাহিনী দিয়ে ধরিয়ে দেবে বলে হুমকি দেয়। একপর্যায়ে ৮৩ ভরি স্বর্ণালংকার ও ১৫ লাখ টাকা লুট করে নেয়। এ ঘটনায় গত ২০ অক্টোবর মমতাজ শাহানারা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় অজ্ঞাতনামা ৯-১০ জনের বিরুদ্ধে মামলা করেন।’

image
Untitled-12
caption

হাফিজুর রহমান বলেন, ‘ঘটনার পর পরই ঘটনাস্থলের আশপাশের ১২টি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পিবিআইয়ের মাধ্যমে ঘটনাস্থল থেকে আসামিদের হাতের ছাপ ও দুটি সিগারেটের অংশ বিশেষ আলামত হিসেবে জব্দ করা হয়।’

ওসি হাফিজ বলেন, ‘পরবর্তীতে সাঁড়াশি অভিযান চালিয়ে উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে মারুফ হাসান পল্লবকে ১৪ ভরি স্বর্ণালংকার, একটি পাসপোর্ট ও একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।’

তিনি বলেন, ‘পল্লবের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উত্তরা ১২ নং সেক্টর থেকে আব্দুল্লাহ আল মামুন সজিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত এক লাখ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিবও উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।’

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি হাফিজ বলেন, ‘তারা নিজেদের ভুয়া সমন্বয়ক পরিচয় দিয়ে বাদির কাছ থেকে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় স্বর্ণালংকার, নগদ টাকা ও পাসপোর্ট নিয়ে চলে যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত