উত্তরা (ঢাকা), প্রতিনিধি
রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ড. হারুনুর রশিদ হাওলাদারের বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা-পয়সা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) ভোরে উত্তরা ৪ নম্বর সেক্টরের হোটেল প্যারাডাইজ থেকে মারুফ হাসান পল্লবকে (৩২) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৪ ভরি স্বর্ণালংকার, একটি পাসপোর্ট এবং এ ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উত্তরা ১২ নং সেক্টর থেকে আব্দুল্লাহ আল মামুন সজিবকে (২৬) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে এক লাখ টাকা উদ্ধার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা ১২ নং সেক্টরের শাহ মখদুম অ্যাভিনিউ সড়কে কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পটুয়াখালীর দুমকি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ড. হারুনুর রশিদ হাওলাদারের বাসার ম্যানেজার কাইয়ুমকে জিম্মি করে দুই যুবক। পরে তাঁরা ভেতরে প্রবেশ করে। তাঁরা নিজেদের বিজিএমইএ ও শান্তা মারিয়াম ইউনিভার্সিটির ছাত্র এবং সমন্বয়কের পরিচয় দেন। ভেতরে প্রবেশ করে সিসি ক্যামেরার ডিভিআর খুলে ফেলেন এবং ড. হারুনুর রশিদ হাওলাদারের স্ত্রী ও ইডেন কলেজের ভাইস প্রিন্সিপাল ড. মমতাজ শাহানারাকে বলেন, তাঁদের বাসায় অবৈধ অস্ত্র ও টাকা মজুত আছে। তখন তাঁরা ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় পুলিশ ও সেনাবাহিনী দিয়ে ধরিয়ে দেবে বলে হুমকি দেয়। একপর্যায়ে ৮৩ ভরি স্বর্ণালংকার ও ১৫ লাখ টাকা লুট করে নেয়। এ ঘটনায় গত ২০ অক্টোবর মমতাজ শাহানারা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় অজ্ঞাতনামা ৯-১০ জনের বিরুদ্ধে মামলা করেন।’
হাফিজুর রহমান বলেন, ‘ঘটনার পর পরই ঘটনাস্থলের আশপাশের ১২টি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পিবিআইয়ের মাধ্যমে ঘটনাস্থল থেকে আসামিদের হাতের ছাপ ও দুটি সিগারেটের অংশ বিশেষ আলামত হিসেবে জব্দ করা হয়।’
ওসি হাফিজ বলেন, ‘পরবর্তীতে সাঁড়াশি অভিযান চালিয়ে উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে মারুফ হাসান পল্লবকে ১৪ ভরি স্বর্ণালংকার, একটি পাসপোর্ট ও একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।’
তিনি বলেন, ‘পল্লবের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উত্তরা ১২ নং সেক্টর থেকে আব্দুল্লাহ আল মামুন সজিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত এক লাখ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিবও উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।’
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি হাফিজ বলেন, ‘তারা নিজেদের ভুয়া সমন্বয়ক পরিচয় দিয়ে বাদির কাছ থেকে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় স্বর্ণালংকার, নগদ টাকা ও পাসপোর্ট নিয়ে চলে যায়।’
রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ড. হারুনুর রশিদ হাওলাদারের বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা-পয়সা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) ভোরে উত্তরা ৪ নম্বর সেক্টরের হোটেল প্যারাডাইজ থেকে মারুফ হাসান পল্লবকে (৩২) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৪ ভরি স্বর্ণালংকার, একটি পাসপোর্ট এবং এ ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উত্তরা ১২ নং সেক্টর থেকে আব্দুল্লাহ আল মামুন সজিবকে (২৬) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে এক লাখ টাকা উদ্ধার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা ১২ নং সেক্টরের শাহ মখদুম অ্যাভিনিউ সড়কে কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পটুয়াখালীর দুমকি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ড. হারুনুর রশিদ হাওলাদারের বাসার ম্যানেজার কাইয়ুমকে জিম্মি করে দুই যুবক। পরে তাঁরা ভেতরে প্রবেশ করে। তাঁরা নিজেদের বিজিএমইএ ও শান্তা মারিয়াম ইউনিভার্সিটির ছাত্র এবং সমন্বয়কের পরিচয় দেন। ভেতরে প্রবেশ করে সিসি ক্যামেরার ডিভিআর খুলে ফেলেন এবং ড. হারুনুর রশিদ হাওলাদারের স্ত্রী ও ইডেন কলেজের ভাইস প্রিন্সিপাল ড. মমতাজ শাহানারাকে বলেন, তাঁদের বাসায় অবৈধ অস্ত্র ও টাকা মজুত আছে। তখন তাঁরা ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় পুলিশ ও সেনাবাহিনী দিয়ে ধরিয়ে দেবে বলে হুমকি দেয়। একপর্যায়ে ৮৩ ভরি স্বর্ণালংকার ও ১৫ লাখ টাকা লুট করে নেয়। এ ঘটনায় গত ২০ অক্টোবর মমতাজ শাহানারা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় অজ্ঞাতনামা ৯-১০ জনের বিরুদ্ধে মামলা করেন।’
হাফিজুর রহমান বলেন, ‘ঘটনার পর পরই ঘটনাস্থলের আশপাশের ১২টি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পিবিআইয়ের মাধ্যমে ঘটনাস্থল থেকে আসামিদের হাতের ছাপ ও দুটি সিগারেটের অংশ বিশেষ আলামত হিসেবে জব্দ করা হয়।’
ওসি হাফিজ বলেন, ‘পরবর্তীতে সাঁড়াশি অভিযান চালিয়ে উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে মারুফ হাসান পল্লবকে ১৪ ভরি স্বর্ণালংকার, একটি পাসপোর্ট ও একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।’
তিনি বলেন, ‘পল্লবের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উত্তরা ১২ নং সেক্টর থেকে আব্দুল্লাহ আল মামুন সজিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত এক লাখ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিবও উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।’
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি হাফিজ বলেন, ‘তারা নিজেদের ভুয়া সমন্বয়ক পরিচয় দিয়ে বাদির কাছ থেকে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় স্বর্ণালংকার, নগদ টাকা ও পাসপোর্ট নিয়ে চলে যায়।’
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
২ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
২ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
৩ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
৩ ঘণ্টা আগে