গাজী টায়ার কারখানার নিরাপত্তায় ম্যাজিস্ট্রেট নিয়োগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ২৩: ০৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব এলাকায় গাজী টায়ার কারখানার নিরাপত্তায় দুজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসনের অফিস আদেশে এই নিয়োগ দেওয়া হয়। 

ম্যাজিস্ট্রেটরা হলেন–রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার এবং পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উবায়দুর রহমান সাহেল। 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গাজী টায়ার কারখানায় দফায় দফায় হামলা, লুটপাট এবং অগ্নিকাণ্ডে অনিরাপদ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা গাজী টায়ার কারখানার দায়িত্বে থাকবেন।’ 

এদিকে গাজী অটো টায়ারস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, গত ৫ আগস্ট, ৮ আগস্ট এবং ২৫ আগস্ট তিন দফায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে কারখানার কার্যক্রম বন্ধ করে দেয়। সবশেষ কারখানায় লুটপাট এবং ভাঙচুরের পর কারখানায় অগ্নিসংযোগ করা হয়। 

এতে পুরো কারখানা এবং টায়ার তৈরির কাঁচামালের আগুন ছড়িয়ে পড়ে। এমন অবস্থা থেকে উত্তরণের জন্য সবার সহযোগিতা কামনা করছে গাজী টায়ার কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত