Ajker Patrika

শ্রীপুর বন বিভাগ

কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপির ৫৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
গাজীপুরের শ্রীপুরে গতকাল বৃহস্পতিবার হামলা চালিয়ে ভাঙচুর করা বন বিভাগের কার্যালয়। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরের শ্রীপুরে গতকাল বৃহস্পতিবার হামলা চালিয়ে ভাঙচুর করা বন বিভাগের কার্যালয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে বিএনপির ৫৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে মামলাটি করেন রাজেন্দ্রপুর পূর্ব বিট কর্মকর্তা কে বি এম ফেরদৌস।

মামলার আসামিরা হলেন গাজীপুর জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, রাজেন্দ্রপুর বাজার কমিটির সভাপতি মশিউর রহমান লিটন, রাজাবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজগর আলী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহিন, রুবেল, হযরত আলী, হুমায়ান কবির, সোহেল রানা, ইমন, রাকিব, ছাইফুল ইসলাম, রাশেদ পলান, আজহারসহ অজ্ঞাতনামা ৪০ জন। পুলিশ রুবেলকে গ্রেপ্তার করেছে।

বাদী ফেরদৌস জানান, ‘রাজেন্দ্রপুর বাজারে বনের জমিতে একটি রাস্তার নির্মাণকাজ বন্ধ করায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ক্ষিপ্ত ছিলেন। এ আক্রোশে হামলা করেছেন। এ ঘটনায় থানায় মামলা করেছি। অভিযুক্তরা সবাই বিএনপির নেতা-কর্মী। হামলাকারীরা অফিসগুলোয় ব্যাপক ভাঙচুর করে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি সাধন করে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘বন কার্যালয়ে হামলার ঘটনার একটি মামলা রুজু হয়েছে। তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।’

উল্লেখ্য, বৃহস্পতিবার যুবদল নেতা নজরুলের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী বন বিভাগের রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা ও পূর্ব বিট কর্মকর্তার কার্যালয় এবং স্টাফ ব্যারাকে হামলা চালান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত