সাভার(ঢাকা) প্রতিনিধি
ঢাকার সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন ছেইন অ্যাপারেলস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার সকাল থেকে তাঁরা সড়ক আটকে বিক্ষোভ করেন। এতে কারখানাসংলগ্ন সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।
আন্দোলনকারী শ্রমিকেরা জানিয়েছেন, কারখানাটি বেসরকারি এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের মালিকানাধীন নাসা গ্রুপের একটি প্রতিষ্ঠান। তবে নাসা গ্রুপ বিষয়টি অস্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া পৃথক একটি সূত্র জানিয়েছে কারখানাটি নজরুল ইসলাম মজুমদারের জামাতা মোজাম্মিল হুসাইনের।
সকাল ৮টার দিকে আশুলিয়ার বিশমাইল-জিরাবো সড়কের আমতলা এলাকায় কারখানার সামনে অবরোধ করেন শ্রমিকেরা। প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ২টার দিকেও অবরোধ অব্যাহত ছিল।
শ্রমিকেরা জানান, তাঁরা এখনো গত মাসের বেতন পাননি। তাঁদের মাসের প্রথম সপ্তাহে বেতন দেওয়ার কথা। প্রথম সপ্তাহে বেতন পরিশোধ না করায় গত ৯ ফেব্রুয়ারি থেকে আন্দোলন করছেন শ্রমিকেরা।
তবে আজ সকালে শ্রমিকেরা কাজে এলে কারখানা বন্ধ দেখতে পান। পরে তাঁরা কারখানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
কারখানাটির উৎপাদন (সুইং) বিভাগের শ্রমিক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘প্রতি মাসে বেতন নিতে গেলে আমাদের আন্দোলন করা লাগে। আমাদের বেতন ৬ থেকে ১০ তারিখের মধ্যে দিয়ে দিলে আমরা খুশি হব। কিন্তু আমরা তা পাই না। প্রতি মাসে মাসে আমাদের বেতনের জন্য আন্দোলন, মারামারি করা লাগে। অন্য কারখানায় গিয়ে চাকরি নেওয়ার জন্য আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) দিলে আর চাকরি হয় না।’
পরিচয় প্রকাশে অনিচ্ছুক আরেক শ্রমিক বলেন, ‘তারা (কারখানা কর্তৃপক্ষ) চায়, সব সময় দেশে যানজট লেগে থাকুক। এ জন্য প্রতি মাসে তাঁরা এই সমস্যা করছেন। যেন আমরা রাস্তায় নামি।’
আরেক শ্রমিক বলেন, ‘আজ ১৬ তারিখ। আমরা এখনো বেতন পাইনি। আমাদের পরিবার আছে। বাড়িতে উঠতে পারছি না। বাড়ির মালিককে ভাড়া পরিশোধ করতে পারছি না। পাঁচ বছর ধরে কারখানা চালু হয়েছে, আমরা ছুটির টাকা পাইনি। শ্রমিকদের অন্যায়ভাবে বের করে দেওয়া হয়। শ্রমিকদের নির্যাতন মারধর করা হয়।’
ছেইন অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোজাম্মিল হুসাইনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তিনি তা ধরেননি। খুদে বার্তা দিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি। তবে জানা গেছে, তিনি যুক্তরাজ্যের (ইউকে) নাগরিক। বর্তমানে যুক্তরাজ্যেই অবস্থান করছেন।
শিল্প পুলিশ-১ (আশুলিয়া)-এর সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে শ্রমিকেরা সড়কটি অবরোধ করে রেখেছেন। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মালিক দেশের বাইরে রয়েছেন। তবে কারখানার জিএমকে (মহাব্যবস্থাপক) আমরা পেয়েছি। তিনি জানিয়েছেন, ওক লাখ পোশাক তৈরি আছে। সেগুলো বিক্রি করতে পারলে সেই টাকা শ্রমিকদের বেতন বুঝিয়ে দেবেন।’
মোমিনুল ইসলাম ভূঁইয়া আরও বলেন, ‘আমরা বিজিএমইএতেও খবর দিয়েছি। শ্রমিকেরা মালিকপক্ষ বা বিজিএমইএ থেকে আশ্বাস না পেলে সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন। আমরা শ্রমিকদের যৌক্তিক দাবি সমাধানের চেষ্টা করছি।’
পুলিশ সুপার বলেন, ‘নাসা গ্রুপের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে এ সম্পর্কে কিছু জানে না। কেউ কেউ বলছেন, এটি নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদারের জামাতা মোজাম্মিল হুসাইনের মালিকানাধীন প্রতিষ্ঠান।’
শিল্পপ্রতিষ্ঠান নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার জুলাই হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। সর্বশেষ ১২ ফেব্রুয়ারি দুটি হত্যা মামলায় ৫ দিন করে তাঁর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত ১ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করা হয়।
নজরুল ইসলাম মজুমদার শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নজরুল ইসলাম মজুমদারের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তাঁর স্ত্রী নাছরিন ইসলাম ও তাঁদের ছেলে-মেয়েদের ব্যাংক হিসাবও জব্দ করা হয়।
ঢাকার সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন ছেইন অ্যাপারেলস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার সকাল থেকে তাঁরা সড়ক আটকে বিক্ষোভ করেন। এতে কারখানাসংলগ্ন সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।
আন্দোলনকারী শ্রমিকেরা জানিয়েছেন, কারখানাটি বেসরকারি এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের মালিকানাধীন নাসা গ্রুপের একটি প্রতিষ্ঠান। তবে নাসা গ্রুপ বিষয়টি অস্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া পৃথক একটি সূত্র জানিয়েছে কারখানাটি নজরুল ইসলাম মজুমদারের জামাতা মোজাম্মিল হুসাইনের।
সকাল ৮টার দিকে আশুলিয়ার বিশমাইল-জিরাবো সড়কের আমতলা এলাকায় কারখানার সামনে অবরোধ করেন শ্রমিকেরা। প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ২টার দিকেও অবরোধ অব্যাহত ছিল।
শ্রমিকেরা জানান, তাঁরা এখনো গত মাসের বেতন পাননি। তাঁদের মাসের প্রথম সপ্তাহে বেতন দেওয়ার কথা। প্রথম সপ্তাহে বেতন পরিশোধ না করায় গত ৯ ফেব্রুয়ারি থেকে আন্দোলন করছেন শ্রমিকেরা।
তবে আজ সকালে শ্রমিকেরা কাজে এলে কারখানা বন্ধ দেখতে পান। পরে তাঁরা কারখানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
কারখানাটির উৎপাদন (সুইং) বিভাগের শ্রমিক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘প্রতি মাসে বেতন নিতে গেলে আমাদের আন্দোলন করা লাগে। আমাদের বেতন ৬ থেকে ১০ তারিখের মধ্যে দিয়ে দিলে আমরা খুশি হব। কিন্তু আমরা তা পাই না। প্রতি মাসে মাসে আমাদের বেতনের জন্য আন্দোলন, মারামারি করা লাগে। অন্য কারখানায় গিয়ে চাকরি নেওয়ার জন্য আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) দিলে আর চাকরি হয় না।’
পরিচয় প্রকাশে অনিচ্ছুক আরেক শ্রমিক বলেন, ‘তারা (কারখানা কর্তৃপক্ষ) চায়, সব সময় দেশে যানজট লেগে থাকুক। এ জন্য প্রতি মাসে তাঁরা এই সমস্যা করছেন। যেন আমরা রাস্তায় নামি।’
আরেক শ্রমিক বলেন, ‘আজ ১৬ তারিখ। আমরা এখনো বেতন পাইনি। আমাদের পরিবার আছে। বাড়িতে উঠতে পারছি না। বাড়ির মালিককে ভাড়া পরিশোধ করতে পারছি না। পাঁচ বছর ধরে কারখানা চালু হয়েছে, আমরা ছুটির টাকা পাইনি। শ্রমিকদের অন্যায়ভাবে বের করে দেওয়া হয়। শ্রমিকদের নির্যাতন মারধর করা হয়।’
ছেইন অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোজাম্মিল হুসাইনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তিনি তা ধরেননি। খুদে বার্তা দিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি। তবে জানা গেছে, তিনি যুক্তরাজ্যের (ইউকে) নাগরিক। বর্তমানে যুক্তরাজ্যেই অবস্থান করছেন।
শিল্প পুলিশ-১ (আশুলিয়া)-এর সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে শ্রমিকেরা সড়কটি অবরোধ করে রেখেছেন। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মালিক দেশের বাইরে রয়েছেন। তবে কারখানার জিএমকে (মহাব্যবস্থাপক) আমরা পেয়েছি। তিনি জানিয়েছেন, ওক লাখ পোশাক তৈরি আছে। সেগুলো বিক্রি করতে পারলে সেই টাকা শ্রমিকদের বেতন বুঝিয়ে দেবেন।’
মোমিনুল ইসলাম ভূঁইয়া আরও বলেন, ‘আমরা বিজিএমইএতেও খবর দিয়েছি। শ্রমিকেরা মালিকপক্ষ বা বিজিএমইএ থেকে আশ্বাস না পেলে সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন। আমরা শ্রমিকদের যৌক্তিক দাবি সমাধানের চেষ্টা করছি।’
পুলিশ সুপার বলেন, ‘নাসা গ্রুপের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে এ সম্পর্কে কিছু জানে না। কেউ কেউ বলছেন, এটি নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদারের জামাতা মোজাম্মিল হুসাইনের মালিকানাধীন প্রতিষ্ঠান।’
শিল্পপ্রতিষ্ঠান নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার জুলাই হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। সর্বশেষ ১২ ফেব্রুয়ারি দুটি হত্যা মামলায় ৫ দিন করে তাঁর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত ১ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করা হয়।
নজরুল ইসলাম মজুমদার শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নজরুল ইসলাম মজুমদারের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তাঁর স্ত্রী নাছরিন ইসলাম ও তাঁদের ছেলে-মেয়েদের ব্যাংক হিসাবও জব্দ করা হয়।
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
৫ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
৫ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
৫ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
৫ ঘণ্টা আগে