Ajker Patrika

শরীয়তপুরের কাঁচিকাটায় নুরুল আমিন–বড় কান্দিতে লুৎফর রহমান জয়ী 

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের কাঁচিকাটায় নুরুল আমিন–বড় কান্দিতে লুৎফর রহমান জয়ী 

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়ন পরিষদে নুরুল আমিন দেওয়ান ও জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়ন পরিষদে মো. লুৎফর রহমান বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

গতকাল শনিবার রাতে সংশ্লষ্ট উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম এবং জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা এ ফল ঘোষণা করেন। 

জানা গেছে, ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানাধীন কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৭ হাজার ২৩৭ ভোটের বিপরীতে চেয়ারম্যান প্রার্থী ছিলেন চারজন। এর মধ্যে আনারস প্রতীকে নুরুল আমিন দেওয়ান পেয়েছেন ৪ হাজার ১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী চশমা প্রতীকে এইচ এম কামরুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৯৩৪ ভোট। 

এ ছাড়া মোটরসাইকেল প্রতীকে মো. ফজলুল হক পেয়েছেন ৩ হাজার ৫২৩ ভোট ও ঘোড়া প্রতীকে আব্দুল হাজী পেয়েছেন ৩৮৫ ভোট। অপরদিকে জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে ১৫ হাজার ২৯০ জন ভোটারের বিপরীতে প্রার্থী ছিলেন ৭ জন। এর মধ্যে ঘোড়া প্রতীকে লুৎফর রহমান পেয়েছেন ৫ হাজার ৩১৬ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের এম এ ওয়াহাব মাদবর পেয়েছেন ৪ হাজার ১৩২ ভোট। এ ছাড়া মতিউর রহমান অটোরিকশা প্রতীকে ১১ ভোট, মুফরাত সিদ্দিকী টেবিল ফ্যান প্রতীকে ৪ ভোট, হাচিনা বেগম আনারস প্রতীকে ১৭ ভোট, আলী আশরাফ মাল মোটরসাইকেল প্রতীকে ৫৯ ভোট ও কামরুল হাসান টেলিফোন প্রতীকে পেয়েছেন ৬ ভোট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত