Ajker Patrika

ধানমন্ডিতে হিযবুত তাহরীরের মিছিল: ৭ সদস্য চার দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ মার্চ ২০২৫, ২২: ১৮
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডি এলাকায় মিছিল করে জনজীবনে ত্রাস সৃষ্টি ও পুলিশের ওপর হামলার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সাত সদস্যকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন।

যাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে, তাঁরা হলেন মো. আরাফ ইব্রাহীম, মো. জুবায়ের, নিশান, সাকিব হাসান, জাবেদ, আবরার ও মাহফুজুল হাসান।

সাতজনকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের (সিটিটিসি) এসআই মো. শাহীনুর রহমান প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল শুক্রবার রাজধানীর ধানমন্ডি এলাকায় হিজবুত তাহরীর মিছিল করার পর তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

২১ মার্চ বেলা ২টা ১৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর গ্রেপ্তার আসামিরাসহ অজ্ঞাতপরিচয় আরও প্রায় ১৪০-১৫০ জন নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সদস্যরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড সহকারে আকস্মিক মিছিল বের করে সরকারবিরোধীসহ বিভিন্ন ধরনের স্লোগান দেয়।

এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে তাঁরা মিরপুর রোড হয়ে মিছিল নিয়ে ধানমন্ডি ক্লাব মাঠের দিকে অগ্রসর হন। মিছিল করাকালীন হিযবুত তাহরীর সদস্যরা নিষেধাজ্ঞা প্রত্যাহার ও মুক্তির এক পথ, খিলাফত, অন্তর্বর্তীকালীন সরকারবিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। যার ফলে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট এবং পথচারীদের মধ্যে ব্যাপক ভয়ভীতির সৃষ্টি হয়। এরপর মিছিলকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করলে তাঁর অতর্কিতভাবে পুলিশ ওপর হামলা করেন।

পরে পুলিশ বাদী হয়ে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় নেই, দ্রুত নিকটবর্তী হাসপাতালে তামিম

উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ৪৭ ব্রিটিশ এমপিকে ‘সন্দেহজনক’ ই-মেইল

অপহরণ করে মুক্তিপণ আদায়, পালানোকালে আটক ৫ পুলিশ সদস্য

১৭ বছরে ভোটার চান ড. ইউনূস, এনসিপির প্রস্তাব ১৬ বছর: যা বলছেন বিশেষজ্ঞরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত