Ajker Patrika

ডেমরায় নকল সাবান প্রস্তুতকারী সম্রাট গ্রেপ্তার

জহিরুল আলম পিলু
ডেমরায় নকল সাবান প্রস্তুতকারী সম্রাট গ্রেপ্তার

রাজধানীর ডেমরায় মাসুদুর রহমান সম্রাট (৪১) নামে এক নকল স্কিন কেয়ার সাবান প্রস্তুতকারীকে গ্রেপ্তার করেছ পুলিশ। গতকাল শনিবার (২৯ জুন) বিকেলে আমুলিয়া মডেল টাউন এলাকায় গোডাউনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ রোববার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি কদমতলী থানার তিতাস গ্যাস রোডের ১ নম্বর লেনের ২৪ নম্বর বাড়ির আবু তাহের মিয়ার ছেলে। 

সম্রাট এইচ বি রিমার্ক কোম্পানির নাম ব্যবহার করে স্কিন কেয়ার সাবান প্রস্তুত করতেন। তিনি নিউ সুপার ফাস্ট ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের পরিচালক বলে জানা গেছে। 

সূত্রে জানা গেছে, ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকা লে-আউট প্ল্যানের রোড নম্বর এস-২, ব্লক-ই, প্লট-২১ এ একটি শেড ভাড়া নেয়। সেখানে রিমার্ক এইচ বি কোম্পানির লিলি ট্রেডমার্ক নকল করে ‘নিউ লিলি সুপার’ নামে স্কিন কেয়ার সাবান প্রস্তুত করে বাজারজাত করে আসছিল। 

এ ঘটনায় ডেমরা থানায় একটি অভিযোগ করেন রিমার্ক এইচ বি কোম্পানির এরিয়া ম্যানেজার নুরে আলম। পরে পুলিশ অভিযান চালালে নকল স্কিন কেয়ার সাবান প্রস্তুতকারী মাসুদুর রহমান সম্রাটের কাছে তাঁর কোম্পানির প্রয়োজনীয় ট্রেড লাইসেন্সসহ কাগজপত্র প্রশাসনকে দেখাতে ব্যর্থ হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময়ে মো. খোরশেদ আলম (২৪), বিবি আপিরা খানম (৪৮) মো. ইয়াছিন আলী (৩৫) নামের ৩ জন আসামি পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় ওই গোডাউন থেকে ৪০ কার্টুন নকল সাবান উদ্ধার করে পুলিশ। 

ঘটনার সত্যতা স্বীকার ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে অভিযোগ ছিল নিউ সুপার ফাস্ট ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের নামে রিমার্ক এইচ বি কোম্পানির পণ্য নকল করে বাজারজাত হতো। পরে পুলিশ সম্রাটকে গ্রেপ্তার করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত