টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বাসিন্দারা। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে টঙ্গীর ব্যাংক মাঠ বস্তির কয়েক শ বাসিন্দা বিক্ষোভ করেন।
পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে স্লোগান দেন তাঁরা। এ সময় ঢাকা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ১০ মিনিট অবস্থান শেষে বিক্ষুব্ধ বাসিন্দারা বস্তিতে ফিরে যান।
প্রায় ২০ বছর আগে টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিসংলগ্ন ক্যাপরী সিনেমা হলের আশপাশে ঘর নির্মাণ করে বসবাস শুরু করে ভূমিহীন অর্ধশত পরিবার। গত ৬ জুলাই ওই জমিটির মালিকানা দাবি করে বস্তির পরিবারগুলোকে সরে যেতে বলেন সরকার শাহনূর ইসলাম রনি। উচ্ছেদের মৌখিক নোটিশ পেয়ে বস্তির বাসিন্দারা অনেকে ঘর অন্যত্র সরিয়ে নেন। এর মধ্যেই আজ কয়েক শ বস্তির বাসিন্দা তাঁদের ঘর পুনর্নির্মাণের দাবি জানিয়ে বিক্ষোভ করেন।
এ বিষয়ে সরকার শাহনূর ইসলাম রনি বলেন, ‘২০০৪ সালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার মারা যান। ওই হত্যাকাণ্ডে করা মামলায় আমার বাবা নূরুল ইসলাম সরকারকে জড়িয়ে আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই মতিউর রহমান মতি জায়গাটি দখল করে মাদকের আখড়া গড়ে তোলেন। ক্যাপরী সিনেমা হলসহ আশপাশের প্রায় তিন বিঘা জমি আমাদের। প্রায় ২০ বছর পর আমি জায়গাটি দখলমুক্ত করতে নোটিশ দিয়েছি। আমাদের জায়গার বাইরে গিয়ে বস্তির কোনো ঘর উচ্ছেদের নির্দেশ দিইনি।’
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিমের মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
গাজীপুরের টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বাসিন্দারা। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে টঙ্গীর ব্যাংক মাঠ বস্তির কয়েক শ বাসিন্দা বিক্ষোভ করেন।
পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে স্লোগান দেন তাঁরা। এ সময় ঢাকা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ১০ মিনিট অবস্থান শেষে বিক্ষুব্ধ বাসিন্দারা বস্তিতে ফিরে যান।
প্রায় ২০ বছর আগে টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিসংলগ্ন ক্যাপরী সিনেমা হলের আশপাশে ঘর নির্মাণ করে বসবাস শুরু করে ভূমিহীন অর্ধশত পরিবার। গত ৬ জুলাই ওই জমিটির মালিকানা দাবি করে বস্তির পরিবারগুলোকে সরে যেতে বলেন সরকার শাহনূর ইসলাম রনি। উচ্ছেদের মৌখিক নোটিশ পেয়ে বস্তির বাসিন্দারা অনেকে ঘর অন্যত্র সরিয়ে নেন। এর মধ্যেই আজ কয়েক শ বস্তির বাসিন্দা তাঁদের ঘর পুনর্নির্মাণের দাবি জানিয়ে বিক্ষোভ করেন।
এ বিষয়ে সরকার শাহনূর ইসলাম রনি বলেন, ‘২০০৪ সালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার মারা যান। ওই হত্যাকাণ্ডে করা মামলায় আমার বাবা নূরুল ইসলাম সরকারকে জড়িয়ে আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই মতিউর রহমান মতি জায়গাটি দখল করে মাদকের আখড়া গড়ে তোলেন। ক্যাপরী সিনেমা হলসহ আশপাশের প্রায় তিন বিঘা জমি আমাদের। প্রায় ২০ বছর পর আমি জায়গাটি দখলমুক্ত করতে নোটিশ দিয়েছি। আমাদের জায়গার বাইরে গিয়ে বস্তির কোনো ঘর উচ্ছেদের নির্দেশ দিইনি।’
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিমের মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
চট্টগ্রাম নগরে বৈষম্যবিরোধী আন্দোলনে মো. আলম নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) আওয়ামী লীগের এমপি ছিলেন। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম পুলিশের আ
৩ মিনিট আগেদীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
২৪ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌর শহরের পূর্ব বাজার এলাকার নির্মাণাধীন মডেল মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৯ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়তো সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ।’
২৯ মিনিট আগে