শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে লাগা আগুন ২৩ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ট্রেনের জেনারেটর বগি পুড়ে ছাই হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। বেলা ১১টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
মহুয়া ট্রেনের পরিচালক শাহাদাত হোসেন বলেন, ‘শ্রীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনের জেনারেটর বগিতে আগুন লাগে। এরপর ট্রেন থামিয়ে সব যাত্রীদের নামতে সুযোগ করে দেওয়া হয়। স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও আমরা ব্যর্থ হই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে জেনারেটর বগি পুড়ে যায়।’
মহুয়া ট্রেনের সহকারী লোকো মাস্টার চালক আজিজুল রহমান বলেন, ‘ট্রেনটি যখন সাতখামাইর রেলওয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছে এ সময় ট্রেনের ছাদে থাকা যাত্রীরা আগুন বলে চিৎকার শুরু করে। তখন আমি ট্রেনের গতিরোধ করে ট্রেনটি থামিয়ে দিই।’
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মামুন বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা চলন্ত ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২৩ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণের সময় আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে আগুন অনন্য বগিতে যেন ছড়িয়ে না পড়ে।’
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হয়ে জেনারেটরের অতিরিক্ত হিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আরও পড়ুন:
গাজীপুরের শ্রীপুরে মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে লাগা আগুন ২৩ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ট্রেনের জেনারেটর বগি পুড়ে ছাই হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। বেলা ১১টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
মহুয়া ট্রেনের পরিচালক শাহাদাত হোসেন বলেন, ‘শ্রীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনের জেনারেটর বগিতে আগুন লাগে। এরপর ট্রেন থামিয়ে সব যাত্রীদের নামতে সুযোগ করে দেওয়া হয়। স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও আমরা ব্যর্থ হই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে জেনারেটর বগি পুড়ে যায়।’
মহুয়া ট্রেনের সহকারী লোকো মাস্টার চালক আজিজুল রহমান বলেন, ‘ট্রেনটি যখন সাতখামাইর রেলওয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছে এ সময় ট্রেনের ছাদে থাকা যাত্রীরা আগুন বলে চিৎকার শুরু করে। তখন আমি ট্রেনের গতিরোধ করে ট্রেনটি থামিয়ে দিই।’
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মামুন বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা চলন্ত ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২৩ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণের সময় আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে আগুন অনন্য বগিতে যেন ছড়িয়ে না পড়ে।’
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হয়ে জেনারেটরের অতিরিক্ত হিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আরও পড়ুন:
আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
২ মিনিট আগেঢাকার বনানীর প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে (২৩) কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা র্যাব-১১
১৬ মিনিট আগেশ্রীপুরে হত্যা মামলায় গ্রেপ্তার আলী হায়দার রতনকে (৫০) তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিনুর রহমান মিলনের আদালত এ আদেশ দেন।
২৯ মিনিট আগেকক্সবাজারে রাজমিস্ত্রির কাজ করতে এসে অপহৃত সিলেটের জকিগঞ্জ উপজেলার ছয় যুবককে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ছয় দিন পর আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের রাজারছড়া ১ নম্বর ওয়ার্ডের গহিন পাহাড় থেকে তাঁদের উদ্ধার করা হয়।
৩৪ মিনিট আগে