Ajker Patrika

সুনির্দিষ্ট ডিজাইন করে অটোরিকশা অনুমোদন দেওয়ার দাবি

অনলাইন ডেস্ক
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৯: ১৯
মতবিনিময় সভায় বক্তারা। ছবি: আজকের পত্রিকা
মতবিনিময় সভায় বক্তারা। ছবি: আজকের পত্রিকা

সুনির্দিষ্ট ডিজাইন করে অটোরিকশা বিআরটিএ থেকে অনুমোদন দেওয়ার দাবি জানিয়েছেন জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি সোহেল রানা।

আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হক চৌধুরী হলে ‘আধুনিক নগর ব্যবস্থাপনায় সড়ক পরিবহনে রিকশা বিতর্ক ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।

মতবিনিময়ের আয়োজন করে গণমুক্তি মঞ্চ, জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বি-স্ক্যান। এতে প্রতিবন্ধী ও বয়স্ক রিকশা চালকেরা অংশ নেয়।

সোহেল রানা লিখিত বক্তব্যে কয়েকটি দাবি তুলে ধরেন। দাবির মধ্যে রয়েছে- সুনির্দিষ্ট ডিজাইন বিআরটিএ থেকে অনুমোদন দেওয়া। সিটি করপোরেশন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডের জনঘনত্বের ভিত্তিতে রিকশার নিবন্ধন দেওয়া। নিবন্ধন দেওয়ার সময় প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ১০ শতাংশ প্রতিবন্ধী চালককে কোটা দেওয়া।

পেট্রল পাম্পের মতো সরকারি অনুমোদনে এলাকাভিত্তিক চার্জিং স্টেশন তৈরি করা। রিকশাচালকদের নিবন্ধন প্রক্রিয়ার মধ্যে এনে রিকশা চালনার জন্য অনুমোদন কার্ড সরবরাহ করা। অসচ্ছল রিকশা চালকদেরকে সহজ কিস্তিতে অটো রিকশা ক্রয় করার সুযোগ করে দেওয়া। সড়কে রাজনৈতিক ও পেশিশক্তির ব্যবহারে চাঁদাবাজি বন্ধ করা ইত্যাদি।

গণমুক্তি মঞ্চের প্রধান সমন্বয়ক সাকিব প্রত্যয়ের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বি-স্ক্যানের সাধারণ সম্পাদক সালমা মাহবুব, টাইগার নিউ এনার্জি কো. লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদিন জয় প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত