সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের মিছিলে বাধা দেওয়ার জেরে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় পুলিশের এক সদস্য আহত হন। এ ঘটনায় বিএনপির তিন কর্মীকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের কালামপুর-মির্জাপুর সড়কের কালামপুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্য হলেন ধামরাই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস ছোবহান। তবে আটকদের নাম ও পরিচয় জানায়নি পুলিশ।
বিএনপি নেতা-কর্মীরা জানান, অসহযোগ আন্দোলনের সমর্থনে কালামপুর আমাতন নেছা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল বের করেন। সেখানে ৭০০-৮০০ নেতা-কর্মী অংশ নেন।
বিএনপির অপর একটি অংশের ৩০-৪০ জন নেতা-কর্মী লিফলেট বিতরণের জন্য বাজার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। এ ঘটনায় নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। এ সময় অপর মিছিল থেকে ক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন। তাঁদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের এক সদস্য আহত হন।
ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক বলেন, ‘তমিজ উদ্দিনের নেতৃত্বে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। তখন সেখানে থাকা পাঁচ-সাতজন পুলিশ আমাদের ওপর হামলা করে। ওই সময় আমাদের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়। এতেই ওই ঘটনা ঘটে।’
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) নির্মল কুমার দাস বলেন, বিএনপির মিছিল থেকে হামলা করে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এতে এএসআই ছোবহান আহত হন। এ ঘটনার পর তিনজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরিচয় পরে জানানো হবে। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে।
ঢাকার ধামরাইয়ে বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের মিছিলে বাধা দেওয়ার জেরে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় পুলিশের এক সদস্য আহত হন। এ ঘটনায় বিএনপির তিন কর্মীকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের কালামপুর-মির্জাপুর সড়কের কালামপুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্য হলেন ধামরাই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস ছোবহান। তবে আটকদের নাম ও পরিচয় জানায়নি পুলিশ।
বিএনপি নেতা-কর্মীরা জানান, অসহযোগ আন্দোলনের সমর্থনে কালামপুর আমাতন নেছা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল বের করেন। সেখানে ৭০০-৮০০ নেতা-কর্মী অংশ নেন।
বিএনপির অপর একটি অংশের ৩০-৪০ জন নেতা-কর্মী লিফলেট বিতরণের জন্য বাজার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। এ ঘটনায় নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। এ সময় অপর মিছিল থেকে ক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন। তাঁদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের এক সদস্য আহত হন।
ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক বলেন, ‘তমিজ উদ্দিনের নেতৃত্বে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। তখন সেখানে থাকা পাঁচ-সাতজন পুলিশ আমাদের ওপর হামলা করে। ওই সময় আমাদের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়। এতেই ওই ঘটনা ঘটে।’
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) নির্মল কুমার দাস বলেন, বিএনপির মিছিল থেকে হামলা করে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এতে এএসআই ছোবহান আহত হন। এ ঘটনার পর তিনজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরিচয় পরে জানানো হবে। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৪ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৫ ঘণ্টা আগে