বিএনপির মিছিলে পুলিশের বাধা, গাড়ি ভাঙচুরের পর আটক ৩

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ১৬: ৪৪
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৭: ২১

ঢাকার ধামরাইয়ে বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের মিছিলে বাধা দেওয়ার জেরে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় পুলিশের এক সদস্য আহত হন। এ ঘটনায় বিএনপির তিন কর্মীকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের কালামপুর-মির্জাপুর সড়কের কালামপুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য হলেন ধামরাই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস ছোবহান। তবে আটকদের নাম ও পরিচয় জানায়নি পুলিশ।

বিএনপি নেতা-কর্মীরা জানান, অসহযোগ আন্দোলনের সমর্থনে কালামপুর আমাতন নেছা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল বের করেন। সেখানে ৭০০-৮০০ নেতা-কর্মী অংশ নেন।

বিএনপির অসহযোগ আন্দোলনের মিছিল।

বিএনপির অপর একটি অংশের ৩০-৪০ জন নেতা-কর্মী লিফলেট বিতরণের জন্য বাজার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। এ ঘটনায় নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। এ সময় অপর মিছিল থেকে ক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন। তাঁদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের এক সদস্য আহত হন।

ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক বলেন, ‘তমিজ উদ্দিনের নেতৃত্বে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। তখন সেখানে থাকা পাঁচ-সাতজন পুলিশ আমাদের ওপর হামলা করে। ওই সময় আমাদের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়। এতেই ওই ঘটনা ঘটে।’

বিএনপির মিছিলে কর্মীরা।ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) নির্মল কুমার দাস বলেন, বিএনপির মিছিল থেকে হামলা করে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এতে এএসআই ছোবহান আহত হন। এ ঘটনার পর তিনজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরিচয় পরে জানানো হবে। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত