নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে (নারায়ণগঞ্জ-২) নৌকা প্রতীকে জাল ভোট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম বাবুর সমর্থকদের সঙ্গে জাতীয় পার্টির সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের ছোড়া ছররা গুলিতে দুজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন জাপার প্রার্থী আলমগীর সিকদার লোটন। প্রতিবাদে ভোট বর্জনের ঘোষণাও দিয়েছেন তিনি।
আজ রোববার সকাল ১০টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। সংঘর্ষের ঘটনায় লোটন সিকদারের ছোট ভাই জাহাঙ্গীর সিকদার ঝোটনসহ ১০ জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক।
স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরপরই সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন আলমগীর সিকদার লোটন।
লোটন সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটের সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের বের করে দেওয়ার খবর পাচ্ছিলাম। সকাল ১০টার দিকে রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও ঈগল প্রতীকের দুই এজেন্ট জাল ভোট দিচ্ছিলেন। এর প্রতিবাদ করলে নৌকার সমর্থকেরা আমাদের ওপর আক্রমণ করে। এ সময় এলাকাবাসী আমাদের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ গুলি করে। আমার দুই সমর্থককে ছররা গুলিতে আহত করেছে পুলিশ।’
তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন নৌকার প্রার্থী নজরুল ইসলামের নির্বাচনের প্রধান এজেন্ট ও পৌরসভা মেয়র সুন্দর আলী। তিনি বলেন, ‘পরাজয় বুঝতে পেরে তারা কেন্দ্র ভাঙচুর করেছে এবং নিজেরা সংঘর্ষে জড়িয়ে ভোট বর্জন করেছে।’
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক বলেন, ‘জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে আলমগীর সিকদার লোটন ও তাঁর ভাই জাহাঙ্গীর সিকদার ঝোটনের সমর্থকেরা কেন্দ্র ও ব্যালট বাক্স ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছোড়ে। বর্তমানে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। প্রশাসন ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে।’
নারায়ণগঞ্জের আড়াইহাজারে (নারায়ণগঞ্জ-২) নৌকা প্রতীকে জাল ভোট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম বাবুর সমর্থকদের সঙ্গে জাতীয় পার্টির সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের ছোড়া ছররা গুলিতে দুজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন জাপার প্রার্থী আলমগীর সিকদার লোটন। প্রতিবাদে ভোট বর্জনের ঘোষণাও দিয়েছেন তিনি।
আজ রোববার সকাল ১০টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। সংঘর্ষের ঘটনায় লোটন সিকদারের ছোট ভাই জাহাঙ্গীর সিকদার ঝোটনসহ ১০ জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক।
স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরপরই সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন আলমগীর সিকদার লোটন।
লোটন সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটের সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের বের করে দেওয়ার খবর পাচ্ছিলাম। সকাল ১০টার দিকে রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও ঈগল প্রতীকের দুই এজেন্ট জাল ভোট দিচ্ছিলেন। এর প্রতিবাদ করলে নৌকার সমর্থকেরা আমাদের ওপর আক্রমণ করে। এ সময় এলাকাবাসী আমাদের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ গুলি করে। আমার দুই সমর্থককে ছররা গুলিতে আহত করেছে পুলিশ।’
তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন নৌকার প্রার্থী নজরুল ইসলামের নির্বাচনের প্রধান এজেন্ট ও পৌরসভা মেয়র সুন্দর আলী। তিনি বলেন, ‘পরাজয় বুঝতে পেরে তারা কেন্দ্র ভাঙচুর করেছে এবং নিজেরা সংঘর্ষে জড়িয়ে ভোট বর্জন করেছে।’
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক বলেন, ‘জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে আলমগীর সিকদার লোটন ও তাঁর ভাই জাহাঙ্গীর সিকদার ঝোটনের সমর্থকেরা কেন্দ্র ও ব্যালট বাক্স ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছোড়ে। বর্তমানে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। প্রশাসন ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে।’
বরিশাল আইএইচটিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত, আটজন বহিষ্কার এবং একজনকে সতর্ক করা হয়েছে। শাস্তি নিশ্চিত করতে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে।
২৬ মিনিট আগেজেলার খবর, চট্টগ্রাম, নোয়াখালী, সুবর্ণচর, গৃহবধূ, লাশ উদ্ধার, স্বজন, অভিযোগ, পিটিয়ে হত্যা
৩০ মিনিট আগেবাড়ি থেকে বের করে দেওয়ার পর কোণঠাসা করে রাখতে নিজের মাকে জামায়াতের রুকন বলে প্রচার করেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। তুরিন একসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৪০ মিনিট আগেরাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হকের ছেলে রেজাউন-উল হক তরঙ্গকে (২৭) অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয়। আজ সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই ঘটনা ঘটে। তবে স্থানীয় যুবদল-ছাত্রদলের মধ্যস্থতায় তরঙ্গকে মুক্তি দেওয়া হয়।
১ ঘণ্টা আগে