নিজস্ব প্রতিবেদক
ঢাকা: আবারো জরিমানা গুণতে হবে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দকে। চলতি লকডাউনকে চ্যালেঞ্জ করে রিট আবেদনের ওপর শুনানিতে অংশ না নেওয়ায় আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই জরিমানা করেন।
আদালত বারবার এই রিটের ওপর শুনানিতে অংশ নেওয়ার জন্য বললেও অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ সাড়া দেননি। এ কারণে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন। আদালত আদেশে বলেন, এই রিট দায়ের করে বিজ্ঞ আইনজীবী গণমাধ্যমে প্রচার করেন। কিন্তু মামলা শুনানির জন্য তালিকায় এলে তিনি অংশ নেন না।
বিভিন্ন আলোচিত ঘটনা নিয়ে জনস্বার্থে রিট করার জন্য অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এরই মধ্যে পরিচিতি লাভ করেছেন। গত বছরের ১২ অক্টোবর ভার্চুয়াল আদালত পরিচালনা নিয়ে ফেসবুকে কটাক্ষ করে স্ট্যাটাস দেন। এতে গুরুতর আদালত অবমাননা হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে ২৫ হাজার টাকা জরিমানা করেন সুপ্রিম কোর্টেও আপিল বিভাগ। একইসঙ্গে তাকে তিন মাসের জন্য আইন পেশা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
গত ২৫ এপ্রিল জরুরি অবস্থা জারি করা ছাড়া লকডাউন দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে এ রিট আবেদন করেন আইনজীবী। রিট আবেদনে চলমান লকডাউনের ওপর স্থগিতাদেশ এবং আর যাতে লকডাউন দেওয়া না হয়, সেজন্য নির্দেশনা চাওয়া হয়। লকডাউন সংবিধানপরিপন্থী। সরকার জরুরি অবস্থা জারি ছাড়াই লকডাউন দিয়েছে, যা সংবিধানের ২৭, ২৮, ৩১, ৩২, ৩৩, ৩৫ ও ৩৬ অনুচ্ছেদের পরিপন্থী বলে রিটে উল্লেখ করা হয়।
ঢাকা: আবারো জরিমানা গুণতে হবে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দকে। চলতি লকডাউনকে চ্যালেঞ্জ করে রিট আবেদনের ওপর শুনানিতে অংশ না নেওয়ায় আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই জরিমানা করেন।
আদালত বারবার এই রিটের ওপর শুনানিতে অংশ নেওয়ার জন্য বললেও অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ সাড়া দেননি। এ কারণে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন। আদালত আদেশে বলেন, এই রিট দায়ের করে বিজ্ঞ আইনজীবী গণমাধ্যমে প্রচার করেন। কিন্তু মামলা শুনানির জন্য তালিকায় এলে তিনি অংশ নেন না।
বিভিন্ন আলোচিত ঘটনা নিয়ে জনস্বার্থে রিট করার জন্য অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এরই মধ্যে পরিচিতি লাভ করেছেন। গত বছরের ১২ অক্টোবর ভার্চুয়াল আদালত পরিচালনা নিয়ে ফেসবুকে কটাক্ষ করে স্ট্যাটাস দেন। এতে গুরুতর আদালত অবমাননা হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে ২৫ হাজার টাকা জরিমানা করেন সুপ্রিম কোর্টেও আপিল বিভাগ। একইসঙ্গে তাকে তিন মাসের জন্য আইন পেশা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
গত ২৫ এপ্রিল জরুরি অবস্থা জারি করা ছাড়া লকডাউন দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে এ রিট আবেদন করেন আইনজীবী। রিট আবেদনে চলমান লকডাউনের ওপর স্থগিতাদেশ এবং আর যাতে লকডাউন দেওয়া না হয়, সেজন্য নির্দেশনা চাওয়া হয়। লকডাউন সংবিধানপরিপন্থী। সরকার জরুরি অবস্থা জারি ছাড়াই লকডাউন দিয়েছে, যা সংবিধানের ২৭, ২৮, ৩১, ৩২, ৩৩, ৩৫ ও ৩৬ অনুচ্ছেদের পরিপন্থী বলে রিটে উল্লেখ করা হয়।
সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে আদালতের মুন্সি সমিতি (অ্যাডভোকেটস ক্লার্ক অ্যাসোসিয়েশন) সহায়তা করেছে এমন দাবি তুলে কার্যালয় ভাঙচুর
৬ ঘণ্টা আগেশেরপুরের মুর্শিদপুর দরবার শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আহত হাফেজ উদ্দিন (৩৯) নামে একজন মারা গেছেন। আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৮ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে এবং সারাদেশে সাম্প্রদায়িক উস্কানি-উন্মাদনা-হামলা রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ বুধবার বিকেলে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে নগরের আম্বরখানার দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরের একটি গাড়িকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। ওই বহরে থাকা চট্টগ্রামের আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হত্যাচেষ্টা।
৯ ঘণ্টা আগে