পদ্মায় ধরা পড়ল ৪৪ কেজির বাগাড়, বিক্রি ৪৮ হাজার টাকায়

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি  
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১২: ৫১
Thumbnail image
৪৮ হাজার টাকায় শিবালয় উপজেলার আরিচা আড়তে বিক্রি হয়েছে বাঘাইড় মাছটি। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মা নদীতে ৪৪ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে জেলেদের জালে। পরে মাছটি ১ হাজার ১০০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় শিবালয় উপজেলার আরিচা আড়তে বিক্রি হয়েছে। গতকাল রোববার রাতে মাছটি ধরার পড়ার পর আজ সোমবার সকালে বিক্রি হয়।

জেলে আব্দুল মমিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমিসহ জামালপুরের সাজল, আদর আলী ও আমির হামজা—এই চারজন জেলে হরিরামপুরের পদ্মায় জাল ফেলি। রোববার রাত সাড়ে ৩টার দিকে আমার জালে বাগাড় মাছটি ধরা পড়ে। মাছটি ভোরে আরিচা আড়তে নিয়ে আসি। পরে ১১০০ টাকা কেজি দরে ঢাকার একজনের কাছে বিক্রি করি।’

জেলে আমির হামজা বলেন, ‘বড় মাছ জালে আটকালে আনন্দ পাই। আর ভালো দাম পেলে আরও ভালো লাগে।’

আরিচা ঘাটের আড়তদার মামুন মিয়া বলেন, ‘আজ সোমবার সকালে মমিন নামের জেলেসহ কয়েকজন পদ্মা থেকে বড় একটি বাগাড় মাছ ধরে আরিচা আড়তে নিয়ে এলে আমার পাশের খোলায় (আড়তের বসার জায়গা) মাছটি ১১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।’

মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মা নদীতে ৪৪ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মা নদীতে ৪৪ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। ছবি: সংগৃহীত

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, ‘হরিরামপুর পদ্মায় বড় মাছ ধরা বা বিক্রির বিষয়ে আমার কাছে তথ্য নেই।’

মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পদ্মা নদীতে মনুষ্যসৃষ্ট বিভিন্ন কারণে মাছের প্রাকৃতিক পরিবেশ ও আগের মতো মাছ নেই। তারপরও এখনো মাঝেমধ্যে বড় বড় আইড়, পাঙাশ, বাগার ধরা পড়ে। আর বাগাড় মাছটিকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বিপন্ন ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিলে বাগাড় মাছটিকে বিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইন অনুযায়ী বিপন্ন প্রাণী ধরা বা কেনাবেচা দণ্ডনীয় অপরাধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত