নিজস্ব প্রতিবেদক
ঢাকা: চিত্রনায়িকা পরীমণিকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার তুহিন সিদ্দিকী অমির আরও ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অমির বিরুদ্ধে দক্ষিণখান থানায় মানব পাচারের মামলায় তদন্ত করতে গিয়ে আজ সোমবার সিআইডি তাঁদের গ্রেপ্তার করে। ওই মামলায় অমি ছাড়াও পাঁচজনকে নামে এবং অজ্ঞাত ছয়–সাতজনকে আসামি করা হয়েছিল।
সিআইডির মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন, গ্রেপ্তারের সময় তাঁদের কাছে থেকে বিপুলসংখ্যক পাসপোর্ট জব্দ করা হয়। আগামীকাল মঙ্গলবার দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
এর আগে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মাদ সাইদুর রহমান খান আজকের পত্রিকাকে বলেন, আমাদের তালিকাভুক্ত মানব পাচারকারীদের একজন অমি। তাঁর বিরুদ্ধে অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছিল। এর মাঝেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে থানা-পুলিশ গ্রেপ্তার না করলে সিআইডি তাঁকে মানবপাচারের দায়ে গ্রেপ্তার করত।
গত ৮ জুন মধ্যরাতে পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা অভিযোগে দায়ের করা মামলায় গত সোমবার গ্রেপ্তার হন অমি। সাভার থানায় করা পরীমণির মামলার দুই নম্বর আসামি ছিলেন তিনি। অমি বর্তমানে মাদকের মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রিমান্ডে রয়েছেন।
অমি গ্রেপ্তারের একদিন পর মঙ্গলবার রাজধানীর দক্ষিণখানের তাঁর মালিকানাধীন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার নামের একটি রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালায় পুলিশ। এ সময় ১০২টি পাসপোর্ট জব্দ করা হয়। সেখান থেকে বাছির ও মশিউর মিয়া নামের অমির দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। বেআইনিভাবে পাসপোর্ট রাখার অভিযোগে গ্রেপ্তারে তিনদিন পর তাঁদের জামিন দিয়েছেন আদালত।
ঢাকা: চিত্রনায়িকা পরীমণিকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার তুহিন সিদ্দিকী অমির আরও ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অমির বিরুদ্ধে দক্ষিণখান থানায় মানব পাচারের মামলায় তদন্ত করতে গিয়ে আজ সোমবার সিআইডি তাঁদের গ্রেপ্তার করে। ওই মামলায় অমি ছাড়াও পাঁচজনকে নামে এবং অজ্ঞাত ছয়–সাতজনকে আসামি করা হয়েছিল।
সিআইডির মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন, গ্রেপ্তারের সময় তাঁদের কাছে থেকে বিপুলসংখ্যক পাসপোর্ট জব্দ করা হয়। আগামীকাল মঙ্গলবার দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
এর আগে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মাদ সাইদুর রহমান খান আজকের পত্রিকাকে বলেন, আমাদের তালিকাভুক্ত মানব পাচারকারীদের একজন অমি। তাঁর বিরুদ্ধে অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছিল। এর মাঝেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে থানা-পুলিশ গ্রেপ্তার না করলে সিআইডি তাঁকে মানবপাচারের দায়ে গ্রেপ্তার করত।
গত ৮ জুন মধ্যরাতে পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা অভিযোগে দায়ের করা মামলায় গত সোমবার গ্রেপ্তার হন অমি। সাভার থানায় করা পরীমণির মামলার দুই নম্বর আসামি ছিলেন তিনি। অমি বর্তমানে মাদকের মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রিমান্ডে রয়েছেন।
অমি গ্রেপ্তারের একদিন পর মঙ্গলবার রাজধানীর দক্ষিণখানের তাঁর মালিকানাধীন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার নামের একটি রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালায় পুলিশ। এ সময় ১০২টি পাসপোর্ট জব্দ করা হয়। সেখান থেকে বাছির ও মশিউর মিয়া নামের অমির দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। বেআইনিভাবে পাসপোর্ট রাখার অভিযোগে গ্রেপ্তারে তিনদিন পর তাঁদের জামিন দিয়েছেন আদালত।
পিরোজপুরে ধর্ষণ মামলায় শামীম মৃধা (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহম্মদ আসাদুল্লাহ আসামির উপস্থিতিতে এই রায় দেন।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সনাতনী শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন করেন তারা।
১ ঘণ্টা আগেরাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী লতিফ কাজীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
১ ঘণ্টা আগেবরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পুরো বিভাগে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৫২ জনের মৃত্যু হলো।
১ ঘণ্টা আগে