Ajker Patrika

বনানীতে মদ ও বিয়ারসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ২২: ০৮
বনানীতে মদ ও বিয়ারসহ গ্রেপ্তার ১

রাজধানীর বনানী এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. মিজান প্রকাশ মমিন (৩৫)। 

আজ শনিবার এ তথ্য জানান র‍্যাব-১–এর সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া অফিসার) এএসপি মো. মাহফুজুর রহমান। 

তিনি বলেন, রাজধানীর বনানী থানাধীন বি ১১ টাওয়ারের বেসমেন্ট-৩ ফ্লোরে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের স্টোররুমে কিছু লোক বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য অবৈধভাবে গুদামজাত করে। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মাদকদ্রব্যসহ মো. মিজান প্রকাশ মমিন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় সেখান থেকে বিদেশি বিয়ার ক্যান ১ হাজার ১৫৪.৬৪ লিটার, বিদেশি মদ ৩৮৪.৯ লিটার, নগদ ২৬ হাজার ৯০০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। 
উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‍্যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত