ঢাবি প্রতিনিধি
ছাত্র প্রতিনিধি রাখাসহ বিডিআর হত্যাকাণ্ড কমিশনের জন্য পাঁচ দফা দাবি ঘোষণা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে এসব দাবি তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার।
এদিকে বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে পাঁচ কার্যদিবসের মধ্যে কমিশন গঠনের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অবসরপ্রাপ্ত বিচারক, সুশীল সমাজের প্রতিনিধি, সশস্ত্র বিভাগ ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কমিশনে থাকবেন বলে জানিয়েছেন তিনি।
শহীদ মিনারের সমাবেশে পাঁচ দফা দাবিগুলো হলো কমিশনের মধ্যে দেশপ্রেমিক সিনিয়র অফিসার এবং বিডিআর হত্যাকাণ্ডের পূর্বাপর সম্পর্কে জানেন এমন ব্যক্তিদের অবশ্যই রাখতে হবে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের কমিশনের সদস্য হিসেবে বিবেচনায় রাখতে হবে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি রাখতে হবে। যে কমিশন গঠিত হবে, সেই কমিশনকে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দিতে হবে। কারণ ইতিমধ্যে দেশপ্রেমিক অনেক অফিসার নিরপেক্ষ রিপোর্ট তৈরি করেছেন।
বিস্ফোরক মামলায় যাঁরা জেলে ধুঁকে মরছেন, তাঁদের দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচারের মাধ্যমে মুক্তি দিতে হবে। আগামী শুনানির দিন যেন বাংলাদেশের মানুষের কাছে খুশির সংবাদটি পৌঁছে যায়।
স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার বক্তব্যের দ্বিচারিতার ব্যাখ্যা দিতে হবে।
সীমান্তরক্ষী বাহিনীর নাম ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ থেকে পূর্বতন ‘বাংলাদেশ রাইফেলস’-এ ফেরত নিতে হবে।
যেসব দেশপ্রেমিক অফিসার ও জওয়ানের লাশ শনাক্ত করা হয়নি, তাঁদের লাশ শনাক্ত করতে হবে ও তাঁদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে।
মাহিন বলেন, ‘আমরা তাঁকে (স্বরাষ্ট্র উপদেষ্টা) পাঁচ দিন সময় দিচ্ছি। যদি পাঁচ দিনের মধ্যে কমিশন জাতির সামনে রিপোর্ট প্রকাশ না করে, তাহলে ষষ্ঠ দিনে আমরা রাজপথে নামব।’
সমাবেশে বক্তব্য দেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাবেক লেফটেন্যান্ট ইমরান কাদের, বিডিআর মেজর তানভীরের হায়দার নুরের স্ত্রী তাসনুভা মাহা, মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ প্রমুখ। তারা বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে যথাযথ বিচারের আহ্বান জানান। না হলে ছাত্র-জনতা বিচারের দাবিতে মাঠে নামবেন বলেও জানান।
ছাত্র প্রতিনিধি রাখাসহ বিডিআর হত্যাকাণ্ড কমিশনের জন্য পাঁচ দফা দাবি ঘোষণা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে এসব দাবি তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার।
এদিকে বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে পাঁচ কার্যদিবসের মধ্যে কমিশন গঠনের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অবসরপ্রাপ্ত বিচারক, সুশীল সমাজের প্রতিনিধি, সশস্ত্র বিভাগ ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কমিশনে থাকবেন বলে জানিয়েছেন তিনি।
শহীদ মিনারের সমাবেশে পাঁচ দফা দাবিগুলো হলো কমিশনের মধ্যে দেশপ্রেমিক সিনিয়র অফিসার এবং বিডিআর হত্যাকাণ্ডের পূর্বাপর সম্পর্কে জানেন এমন ব্যক্তিদের অবশ্যই রাখতে হবে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের কমিশনের সদস্য হিসেবে বিবেচনায় রাখতে হবে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি রাখতে হবে। যে কমিশন গঠিত হবে, সেই কমিশনকে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দিতে হবে। কারণ ইতিমধ্যে দেশপ্রেমিক অনেক অফিসার নিরপেক্ষ রিপোর্ট তৈরি করেছেন।
বিস্ফোরক মামলায় যাঁরা জেলে ধুঁকে মরছেন, তাঁদের দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচারের মাধ্যমে মুক্তি দিতে হবে। আগামী শুনানির দিন যেন বাংলাদেশের মানুষের কাছে খুশির সংবাদটি পৌঁছে যায়।
স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার বক্তব্যের দ্বিচারিতার ব্যাখ্যা দিতে হবে।
সীমান্তরক্ষী বাহিনীর নাম ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ থেকে পূর্বতন ‘বাংলাদেশ রাইফেলস’-এ ফেরত নিতে হবে।
যেসব দেশপ্রেমিক অফিসার ও জওয়ানের লাশ শনাক্ত করা হয়নি, তাঁদের লাশ শনাক্ত করতে হবে ও তাঁদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে।
মাহিন বলেন, ‘আমরা তাঁকে (স্বরাষ্ট্র উপদেষ্টা) পাঁচ দিন সময় দিচ্ছি। যদি পাঁচ দিনের মধ্যে কমিশন জাতির সামনে রিপোর্ট প্রকাশ না করে, তাহলে ষষ্ঠ দিনে আমরা রাজপথে নামব।’
সমাবেশে বক্তব্য দেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাবেক লেফটেন্যান্ট ইমরান কাদের, বিডিআর মেজর তানভীরের হায়দার নুরের স্ত্রী তাসনুভা মাহা, মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ প্রমুখ। তারা বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে যথাযথ বিচারের আহ্বান জানান। না হলে ছাত্র-জনতা বিচারের দাবিতে মাঠে নামবেন বলেও জানান।
দিনাজপুর পৌর এলাকায় সড়কের নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছয়টি সড়কে পরিদর্শন ও তদন্তকাজ পরিচালনা করা হয়েছে। প্রাথমিক তদন্তে সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের সত্যতা প
৯ মিনিট আগেময়মনসিংহের নান্দাইলে ছাত্রদলের এক নেতার বাড়িতে আওয়ামী লীগের নেতৃত্বে হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ওই নেতাসহ তিনজন আহত হয়েছেন।
১৪ মিনিট আগেসাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর নামে ৬ কোটি ২৯ লাখ ১৯ হাজার ১৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এই মামলা দায়ের করা হয়।
২৭ মিনিট আগেবিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে এবার রক্ত দিয়ে ব্যানার লিখে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
৩৭ মিনিট আগে