ঢাবি প্রতিনিধি
ছাত্র প্রতিনিধি রাখাসহ বিডিআর হত্যাকাণ্ড কমিশনের জন্য পাঁচ দফা দাবি ঘোষণা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে এসব দাবি তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার।
এদিকে বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে পাঁচ কার্যদিবসের মধ্যে কমিশন গঠনের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অবসরপ্রাপ্ত বিচারক, সুশীল সমাজের প্রতিনিধি, সশস্ত্র বিভাগ ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কমিশনে থাকবেন বলে জানিয়েছেন তিনি।
শহীদ মিনারের সমাবেশে পাঁচ দফা দাবিগুলো হলো কমিশনের মধ্যে দেশপ্রেমিক সিনিয়র অফিসার এবং বিডিআর হত্যাকাণ্ডের পূর্বাপর সম্পর্কে জানেন এমন ব্যক্তিদের অবশ্যই রাখতে হবে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের কমিশনের সদস্য হিসেবে বিবেচনায় রাখতে হবে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি রাখতে হবে। যে কমিশন গঠিত হবে, সেই কমিশনকে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দিতে হবে। কারণ ইতিমধ্যে দেশপ্রেমিক অনেক অফিসার নিরপেক্ষ রিপোর্ট তৈরি করেছেন।
বিস্ফোরক মামলায় যাঁরা জেলে ধুঁকে মরছেন, তাঁদের দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচারের মাধ্যমে মুক্তি দিতে হবে। আগামী শুনানির দিন যেন বাংলাদেশের মানুষের কাছে খুশির সংবাদটি পৌঁছে যায়।
স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার বক্তব্যের দ্বিচারিতার ব্যাখ্যা দিতে হবে।
সীমান্তরক্ষী বাহিনীর নাম ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ থেকে পূর্বতন ‘বাংলাদেশ রাইফেলস’-এ ফেরত নিতে হবে।
যেসব দেশপ্রেমিক অফিসার ও জওয়ানের লাশ শনাক্ত করা হয়নি, তাঁদের লাশ শনাক্ত করতে হবে ও তাঁদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে।
মাহিন বলেন, ‘আমরা তাঁকে (স্বরাষ্ট্র উপদেষ্টা) পাঁচ দিন সময় দিচ্ছি। যদি পাঁচ দিনের মধ্যে কমিশন জাতির সামনে রিপোর্ট প্রকাশ না করে, তাহলে ষষ্ঠ দিনে আমরা রাজপথে নামব।’
সমাবেশে বক্তব্য দেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাবেক লেফটেন্যান্ট ইমরান কাদের, বিডিআর মেজর তানভীরের হায়দার নুরের স্ত্রী তাসনুভা মাহা, মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ প্রমুখ। তারা বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে যথাযথ বিচারের আহ্বান জানান। না হলে ছাত্র-জনতা বিচারের দাবিতে মাঠে নামবেন বলেও জানান।
ছাত্র প্রতিনিধি রাখাসহ বিডিআর হত্যাকাণ্ড কমিশনের জন্য পাঁচ দফা দাবি ঘোষণা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে এসব দাবি তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার।
এদিকে বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে পাঁচ কার্যদিবসের মধ্যে কমিশন গঠনের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অবসরপ্রাপ্ত বিচারক, সুশীল সমাজের প্রতিনিধি, সশস্ত্র বিভাগ ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কমিশনে থাকবেন বলে জানিয়েছেন তিনি।
শহীদ মিনারের সমাবেশে পাঁচ দফা দাবিগুলো হলো কমিশনের মধ্যে দেশপ্রেমিক সিনিয়র অফিসার এবং বিডিআর হত্যাকাণ্ডের পূর্বাপর সম্পর্কে জানেন এমন ব্যক্তিদের অবশ্যই রাখতে হবে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের কমিশনের সদস্য হিসেবে বিবেচনায় রাখতে হবে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি রাখতে হবে। যে কমিশন গঠিত হবে, সেই কমিশনকে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দিতে হবে। কারণ ইতিমধ্যে দেশপ্রেমিক অনেক অফিসার নিরপেক্ষ রিপোর্ট তৈরি করেছেন।
বিস্ফোরক মামলায় যাঁরা জেলে ধুঁকে মরছেন, তাঁদের দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচারের মাধ্যমে মুক্তি দিতে হবে। আগামী শুনানির দিন যেন বাংলাদেশের মানুষের কাছে খুশির সংবাদটি পৌঁছে যায়।
স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার বক্তব্যের দ্বিচারিতার ব্যাখ্যা দিতে হবে।
সীমান্তরক্ষী বাহিনীর নাম ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ থেকে পূর্বতন ‘বাংলাদেশ রাইফেলস’-এ ফেরত নিতে হবে।
যেসব দেশপ্রেমিক অফিসার ও জওয়ানের লাশ শনাক্ত করা হয়নি, তাঁদের লাশ শনাক্ত করতে হবে ও তাঁদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে।
মাহিন বলেন, ‘আমরা তাঁকে (স্বরাষ্ট্র উপদেষ্টা) পাঁচ দিন সময় দিচ্ছি। যদি পাঁচ দিনের মধ্যে কমিশন জাতির সামনে রিপোর্ট প্রকাশ না করে, তাহলে ষষ্ঠ দিনে আমরা রাজপথে নামব।’
সমাবেশে বক্তব্য দেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাবেক লেফটেন্যান্ট ইমরান কাদের, বিডিআর মেজর তানভীরের হায়দার নুরের স্ত্রী তাসনুভা মাহা, মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ প্রমুখ। তারা বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে যথাযথ বিচারের আহ্বান জানান। না হলে ছাত্র-জনতা বিচারের দাবিতে মাঠে নামবেন বলেও জানান।
রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যান ধাক্কায় হৃদয় (৩০) নামের আরেক কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ৩ জন। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে যাত্রাবাড়ি-ডেমরা রোডের ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে ঘন কুয়াশার ঢেকে গেছে চারপাশ। আজ শুক্রবার সকালেও আঞ্চলিক সড়ক ও মহাসড়ক ছিল কুয়াশার চাদরে ঢাকা। দূরের কিছু দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে যানবাহনের গতি কমিয়ে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
৬ মিনিট আগেমানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট এবং মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘনকুয়াশায় কারণে গতকাল বৃহস্পতিবার রাত দেড়টা থেকে এই দুই পথে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
২৩ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিমুল ইসলাম শিহাব (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কীভাবে তাঁর মৃত্যু হলো, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। বাইক দুর্ঘটনা, নাকি কারও মারধরের শিকার হয়ে মারা গেছেন, তা নিয়ে আলোচনা..
৩৩ মিনিট আগে