নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গতকাল সোমবার দিবাগত রাতে পুরান ঢাকার আলুবাজার এলাকার হাজি ওসমান গনি রোডের একটি বাড়িতে গ্যাস বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। যে বাড়িটিতে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই বাড়িটির একাংশ ভেঙে পড়েছে। বাড়িটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
আহত ব্যক্তিরা হলেন রাজমিস্ত্রি কামাল হোসেন (৩৫), তাঁর স্ত্রী সেলিনা আক্তার (৩০) ও তাঁদের মেয়ে বন্যা (৭)। অপর পরিবারের আমিনুল ইসলাম (৩০) ও তার স্ত্রী শিলা (২২)। তাঁদের দুই সন্তান আরিফা (৬) ও আসাদুল্লাহ (৪), আরেক পরিবারের মারুফ হোসেন (১২), নুসরাত (১) ও মলিনা (২১)।
স্থানীয় লোকজন জানিয়েছেন, রাত দেড়টার দিকে আলুবাজার বড় মসজিদের পাশে চারতলা বাড়ির নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বাড়ির নম্বর ৩৪/১। আহত ব্যক্তিদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আরিফা, আসাদুল্লাহ মারুফ, ও নুসরাত ইটের আঘাতে আহত হয়েছে। তারা ঢাকা মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
মো. বাচ্চু মিয়া আরও জানান, সেলিনা, কামাল হোসেনের মেয়ে বন্যা, আমিনুল ইসলামের স্ত্রী শিলা দগ্ধ হয়েছে। দগ্ধ কামালের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি রাখা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
দগ্ধ কামালের বাড়ি ময়মনসিংহ গৌরীপুর উপজেলার রাম গোপালপুর গ্রামে। তাঁর বাবার নাম সেকান্দার। তাঁর স্ত্রী ও মেয়ে আলুবাজারের ওই বাসায় ভাড়া থাকলেও তিনি থাকেন গ্রামে।
তাঁর স্ত্রী সেলিনা আক্তার জানান, দুদিন আগেই স্বামী কামাল গ্রাম থেকে তাঁদের কাছে আসেন। রাতে যখন সবাই শুয়ে ছিলেন তখন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। রুমের বাইরে রান্নাঘরে আগুন জ্বলতে দেখেন। পাশের দেয়ালও ধসে পড়ে। তাঁরা রুমে আটকা পড়লে বেশ কিছুক্ষণ পর লোকজন লোহার গ্রিল ভেঙে তাঁদের বের করে। বের হওয়ার সময় তাঁরা আগুনে দগ্ধ হন।
ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স ঢাকা জোনের উপসহকারী পরিচালক মো. বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভবনটি একদম ঝুঁকিপূর্ণ। এখান থেকে লোকদের সরে যাওয়ার জন্য বলা হয়েছে।’
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. রাফি আল ফারুক বলেন, ‘রাত ১টা ৩৫ মিনিটে আমরা খবর পাই। রাত ৩টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ঘটনাস্থলের ওই বাড়িটির নিচতলায় দেখা যায় ১ হাজার স্কয়ার বর্গফুটে তিনটি রুম। সেখানে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে দেওয়ালের একটি কলম ভেঙে গেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, জমাকৃত গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে।’
গতকাল সোমবার দিবাগত রাতে পুরান ঢাকার আলুবাজার এলাকার হাজি ওসমান গনি রোডের একটি বাড়িতে গ্যাস বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। যে বাড়িটিতে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই বাড়িটির একাংশ ভেঙে পড়েছে। বাড়িটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
আহত ব্যক্তিরা হলেন রাজমিস্ত্রি কামাল হোসেন (৩৫), তাঁর স্ত্রী সেলিনা আক্তার (৩০) ও তাঁদের মেয়ে বন্যা (৭)। অপর পরিবারের আমিনুল ইসলাম (৩০) ও তার স্ত্রী শিলা (২২)। তাঁদের দুই সন্তান আরিফা (৬) ও আসাদুল্লাহ (৪), আরেক পরিবারের মারুফ হোসেন (১২), নুসরাত (১) ও মলিনা (২১)।
স্থানীয় লোকজন জানিয়েছেন, রাত দেড়টার দিকে আলুবাজার বড় মসজিদের পাশে চারতলা বাড়ির নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বাড়ির নম্বর ৩৪/১। আহত ব্যক্তিদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আরিফা, আসাদুল্লাহ মারুফ, ও নুসরাত ইটের আঘাতে আহত হয়েছে। তারা ঢাকা মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
মো. বাচ্চু মিয়া আরও জানান, সেলিনা, কামাল হোসেনের মেয়ে বন্যা, আমিনুল ইসলামের স্ত্রী শিলা দগ্ধ হয়েছে। দগ্ধ কামালের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি রাখা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
দগ্ধ কামালের বাড়ি ময়মনসিংহ গৌরীপুর উপজেলার রাম গোপালপুর গ্রামে। তাঁর বাবার নাম সেকান্দার। তাঁর স্ত্রী ও মেয়ে আলুবাজারের ওই বাসায় ভাড়া থাকলেও তিনি থাকেন গ্রামে।
তাঁর স্ত্রী সেলিনা আক্তার জানান, দুদিন আগেই স্বামী কামাল গ্রাম থেকে তাঁদের কাছে আসেন। রাতে যখন সবাই শুয়ে ছিলেন তখন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। রুমের বাইরে রান্নাঘরে আগুন জ্বলতে দেখেন। পাশের দেয়ালও ধসে পড়ে। তাঁরা রুমে আটকা পড়লে বেশ কিছুক্ষণ পর লোকজন লোহার গ্রিল ভেঙে তাঁদের বের করে। বের হওয়ার সময় তাঁরা আগুনে দগ্ধ হন।
ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স ঢাকা জোনের উপসহকারী পরিচালক মো. বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভবনটি একদম ঝুঁকিপূর্ণ। এখান থেকে লোকদের সরে যাওয়ার জন্য বলা হয়েছে।’
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. রাফি আল ফারুক বলেন, ‘রাত ১টা ৩৫ মিনিটে আমরা খবর পাই। রাত ৩টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ঘটনাস্থলের ওই বাড়িটির নিচতলায় দেখা যায় ১ হাজার স্কয়ার বর্গফুটে তিনটি রুম। সেখানে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে দেওয়ালের একটি কলম ভেঙে গেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, জমাকৃত গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে।’
সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে আদালতের মুন্সি সমিতি (অ্যাডভোকেটস ক্লার্ক অ্যাসোসিয়েশন) সহায়তা করেছে এমন দাবি তুলে কার্যালয় ভাঙচুর
৫ ঘণ্টা আগেশেরপুরের মুর্শিদপুর দরবার শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আহত হাফেজ উদ্দিন (৩৯) নামে একজন মারা গেছেন। আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৭ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে এবং সারাদেশে সাম্প্রদায়িক উস্কানি-উন্মাদনা-হামলা রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ বুধবার বিকেলে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে নগরের আম্বরখানার দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
৭ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরের একটি গাড়িকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। ওই বহরে থাকা চট্টগ্রামের আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হত্যাচেষ্টা।
৮ ঘণ্টা আগে