নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্মাণ সামগ্রীর ওপর ট্যাক্স ২ শতাংশ করার দাবিসহ সরকারের কাছে ৮টি সুপারিশ প্রস্তাব করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্সট্রাকশন ইন্ডাস্ট্রি (বিএসসিআই)। আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এই সুপারিশ প্রস্তাব উত্থাপন করে বিএসসিআই।
এমএস রড ও অন্যান্য নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিগত ১ বছরে নির্মাণ প্রকল্পের সকল দ্রব্যাদির মূল্য অস্বাভাবিক ও লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন আলোচকেরা।
তাঁরা জানান, বর্তমানে প্রতি টন রডের দাম ৯০-৯৫ হাজার টাকা, যা ২০২১ সালে ছিল ৫৫-৬০ হাজার টাকা। এতে দেখা যাচ্ছে, রডের দাম শতকরা ৬০ ভাগের বেশি বেড়েছে। পানি সরবরাহ, পয়োনিষ্কাশন, বৈদ্যুতিক সামগ্রী, ইলেকট্রো মেকানিক্যাল দ্রব্য সমূহের মূল্যও ৪০-৯৪ শতাংশের বেশি বেড়েছে। এ ছাড়া এ শিল্পের সঙ্গে জড়িত শ্রমিক, সুপারভাইজার ও দক্ষ জনবলের মজুরি শতকরা ৬০-৭০ শতাংশ বেড়েছে।
বিএসিআইয়ের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘যারা রড নির্মাণ করে তাদের ট্যাক্স হলো ২ শতাংশ। রডের দাম যাই হোক, এর ভ্যাট হলো ২ হাজার টাকা। আমরা এখন ট্যাক্স দিই সাড়ে ৭ শতাংশ। আমরা সেটা ২ শতাংশ করার প্রস্তাব করছি।’
জিডিপিতে নির্মাণ শিল্পের অবদান বর্তমানে প্রায় ১২-১৪ শতাংশের অধিক উল্লেখ করে রফিকুল ইসলাম বলেন, যেকোনো অবকাঠামো নির্মাণকাজের অন্যতম প্রধান উপাদান হচ্ছে এমএস রড। এর মূল্য বৃদ্ধি পুরো স্থাপনার ওপরে প্রভাব ফেলে। সাধারণত জিওবি ফান্ডের সমস্ত কাজ একদরে কার্যাদেশ প্রদান করা হয় এবং কার্যাদেশ পাওয়ার পরে কার্য সমাপ্তির কার্যকালিন সময়ে নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি পেলেও আমরা সরকারের কাছে কোন প্রকার মূল্য সমন্বয় পাই না। ধারা থাকলেও তা কার্যকরী নয়।
নির্মাণ সামগ্রীর ওপর ট্যাক্স ২ শতাংশ করার দাবিসহ সরকারের কাছে ৮টি সুপারিশ প্রস্তাব করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্সট্রাকশন ইন্ডাস্ট্রি (বিএসসিআই)। আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এই সুপারিশ প্রস্তাব উত্থাপন করে বিএসসিআই।
এমএস রড ও অন্যান্য নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিগত ১ বছরে নির্মাণ প্রকল্পের সকল দ্রব্যাদির মূল্য অস্বাভাবিক ও লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন আলোচকেরা।
তাঁরা জানান, বর্তমানে প্রতি টন রডের দাম ৯০-৯৫ হাজার টাকা, যা ২০২১ সালে ছিল ৫৫-৬০ হাজার টাকা। এতে দেখা যাচ্ছে, রডের দাম শতকরা ৬০ ভাগের বেশি বেড়েছে। পানি সরবরাহ, পয়োনিষ্কাশন, বৈদ্যুতিক সামগ্রী, ইলেকট্রো মেকানিক্যাল দ্রব্য সমূহের মূল্যও ৪০-৯৪ শতাংশের বেশি বেড়েছে। এ ছাড়া এ শিল্পের সঙ্গে জড়িত শ্রমিক, সুপারভাইজার ও দক্ষ জনবলের মজুরি শতকরা ৬০-৭০ শতাংশ বেড়েছে।
বিএসিআইয়ের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘যারা রড নির্মাণ করে তাদের ট্যাক্স হলো ২ শতাংশ। রডের দাম যাই হোক, এর ভ্যাট হলো ২ হাজার টাকা। আমরা এখন ট্যাক্স দিই সাড়ে ৭ শতাংশ। আমরা সেটা ২ শতাংশ করার প্রস্তাব করছি।’
জিডিপিতে নির্মাণ শিল্পের অবদান বর্তমানে প্রায় ১২-১৪ শতাংশের অধিক উল্লেখ করে রফিকুল ইসলাম বলেন, যেকোনো অবকাঠামো নির্মাণকাজের অন্যতম প্রধান উপাদান হচ্ছে এমএস রড। এর মূল্য বৃদ্ধি পুরো স্থাপনার ওপরে প্রভাব ফেলে। সাধারণত জিওবি ফান্ডের সমস্ত কাজ একদরে কার্যাদেশ প্রদান করা হয় এবং কার্যাদেশ পাওয়ার পরে কার্য সমাপ্তির কার্যকালিন সময়ে নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি পেলেও আমরা সরকারের কাছে কোন প্রকার মূল্য সমন্বয় পাই না। ধারা থাকলেও তা কার্যকরী নয়।
বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২৪ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
৩৩ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
১ ঘণ্টা আগে