ঢাবি সংবাদদাতা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় সংশ্লিষ্ট ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের রায় পুনর্বহাল করেছে হাইকোর্ট। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। পাশাপাশি পুনর্বহালকৃত এ রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে তারা। আজ রোববার এক বিবৃতিতে এ কথা জানান বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।
নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কিছু সন্ত্রাসী ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। ২০২১ সালের ৮ ডিসেম্বর বিচারিক আদালত ছাত্রলীগের ২০ জন সন্ত্রাসীকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। আজ রোববার এই মামলায় হাইকোর্ট ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা এ রায়ে সন্তুষ্ট। পাশাপাশি এ রায় দ্রুত কার্যকরের দাবি করছি।’
বিবৃতিতে বুয়েটের শিক্ষার্থীরা ৫ আগস্টের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসীর আল জেমির পলায়নে ক্ষোভ প্রকাশ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর জন্য দায়ী করেন। পাশাপাশি পলাতক এ আসামিকে দ্রুত আটক করে শাস্তির আওতায় আনার দাবি জানান।
বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বিপক্ষে অবস্থান অব্যাহত রাখার কথা স্পষ্ট করে শিক্ষার্থীরা বিবৃতিতে বলেন, ‘বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতির নামে কোনো ধরনের সহিংসতা, অনাচার বা অপকর্মের স্থান নেই। আমরা নিষিদ্ধ ছাত্রলীগের মতো সংগঠনের বিরুদ্ধে যেমন কঠোর অবস্থান নিয়েছি, তেমনি কোনো ছাত্র সংগঠনই যেন ছাত্ররাজনীতির নামে ক্যাম্পাসে সহিংসতা বা অনিয়মের আশ্রয় না নেয়, সে বিষয়ে আমরা সজাগ থাকব। বাংলাদেশ বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতির নামে কোনো অপকর্মের সুযোগ দেওয়া হবে না।’
এতে আরও বলা হয়, ‘বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা প্রকাশ্যে, গোপনে বা ছত্র ছায়ায় কোনো ধরনের ছাত্ররাজনীতি বুয়েট ক্যাম্পাসে চায় না। শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও জ্ঞানচর্চার পরিবেশ চান। সব ছাত্র সংগঠন ও সংশ্লিষ্টদের ক্যাম্পাসে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানান শিক্ষার্থীরা।’
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় সংশ্লিষ্ট ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের রায় পুনর্বহাল করেছে হাইকোর্ট। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। পাশাপাশি পুনর্বহালকৃত এ রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে তারা। আজ রোববার এক বিবৃতিতে এ কথা জানান বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।
নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কিছু সন্ত্রাসী ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। ২০২১ সালের ৮ ডিসেম্বর বিচারিক আদালত ছাত্রলীগের ২০ জন সন্ত্রাসীকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। আজ রোববার এই মামলায় হাইকোর্ট ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা এ রায়ে সন্তুষ্ট। পাশাপাশি এ রায় দ্রুত কার্যকরের দাবি করছি।’
বিবৃতিতে বুয়েটের শিক্ষার্থীরা ৫ আগস্টের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসীর আল জেমির পলায়নে ক্ষোভ প্রকাশ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর জন্য দায়ী করেন। পাশাপাশি পলাতক এ আসামিকে দ্রুত আটক করে শাস্তির আওতায় আনার দাবি জানান।
বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বিপক্ষে অবস্থান অব্যাহত রাখার কথা স্পষ্ট করে শিক্ষার্থীরা বিবৃতিতে বলেন, ‘বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতির নামে কোনো ধরনের সহিংসতা, অনাচার বা অপকর্মের স্থান নেই। আমরা নিষিদ্ধ ছাত্রলীগের মতো সংগঠনের বিরুদ্ধে যেমন কঠোর অবস্থান নিয়েছি, তেমনি কোনো ছাত্র সংগঠনই যেন ছাত্ররাজনীতির নামে ক্যাম্পাসে সহিংসতা বা অনিয়মের আশ্রয় না নেয়, সে বিষয়ে আমরা সজাগ থাকব। বাংলাদেশ বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতির নামে কোনো অপকর্মের সুযোগ দেওয়া হবে না।’
এতে আরও বলা হয়, ‘বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা প্রকাশ্যে, গোপনে বা ছত্র ছায়ায় কোনো ধরনের ছাত্ররাজনীতি বুয়েট ক্যাম্পাসে চায় না। শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও জ্ঞানচর্চার পরিবেশ চান। সব ছাত্র সংগঠন ও সংশ্লিষ্টদের ক্যাম্পাসে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানান শিক্ষার্থীরা।’
রাজধানীর শান্তিনগর বাজারে চাঁদাবাজির অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে ঢাকার শান্তিনগর বাজারে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন চার যুবক। তাঁরা হলেন মাহিদুর জামান মোহন, নুর আলম, আবদুল মোনায়েম ও আল মাহমুদ। এ ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে।
১০ মিনিট আগেরাজধানীর পল্টন থেকে ২০ প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মীর হাফিজুর রহমান(৪৫)। সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাফিজুর কুষ্টিয়ার মিরপুর উপজেলার জয়নাল আবেদীনের ছেলে।
১২ মিনিট আগেবাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) শিক্ষক অনিন্দিতা দত্তকে হেনস্তাচেষ্টার ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আজ সোমবার অনিন্দিতা নিজেই এ জিডি করেন।
২ ঘণ্টা আগেচাঁদপুর থেকে ঢাকায় যাওয়ার পথে এমভি বোগদাদীয়া-৮ লঞ্চে এক নবজাতকের জন্ম হয়েছে। গতকাল রোববার সাদিয়া আক্তার নামের এক প্রসূতি এই মেয়েসন্তানের জন্ম দেন।
২ ঘণ্টা আগে