Ajker Patrika

‘কোটি টাকায়’ অফিসে ফিরে মেয়র দেখেন পদ নেই

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১০: ৫৩
‘কোটি টাকায়’ অফিসে ফিরে মেয়র দেখেন পদ নেই

আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যাওয়া ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস বিএনপিপন্থী কয়েকজন কাউন্সিলরকে দেড় কোটি টাকায় হাত করে গত রোববার কার্যালয়ে ফিরে আসেন বলে এলাকায় গুঞ্জন ওঠে। তবে তা স্থায়ী হলো না। এক দিন পরই গতকাল সোমবার সরকারের সিদ্ধান্তে মেয়রের পদ হারিয়েছেন তিনি।

অমিতাভ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ২ হাজার কোটি টাকা পাচার মামলার আসামি। দুই সপ্তাহ আত্মগোপনে থাকার পর রোববার দুপুরে তিনি পৌরসভা কার্যালয়ে ফেরেন। এ সময় কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের অনুসারী শহর বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল লতিফ মিয়া, বিএনপিপন্থী ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিনালসহ কয়েকজন উপস্থিত ছিলেন।

এরপরই গুঞ্জন ওঠে, বিএনপিপন্থী কয়েকজন কাউন্সিলরকে টাকা দিয়ে হাত করেছেন অমিতাভ। এ ঘটনায় অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ এনে মেয়র অমিতাভসহ ১০ কাউন্সিলরের পদত্যাগের দাবিতে গতকাল বিক্ষোভ ও পদযাত্রা করেন শিক্ষার্থীরা। পরে তাঁরা মেয়র ও কাউন্সিলরদের কক্ষে তালা ঝুলিয়ে দেন। কর্মসূচি শেষ হওয়ার পরপরই জানা যায়, অমিতাভসহ সারা দেশের ৩২৩ জন পৌর মেয়রকে পদ থেকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত