নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে এক পরীক্ষার্থীর পকেট থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত পরীক্ষার্থীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় আরও দুই পরীক্ষার্থীকে নকল করার দায়ে বহিষ্কার করা হয়।
আজ বৃহস্পতিবার উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চালানো হয়। আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার।
কেন্দ্র সচিব ও স্কুলের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত শ্রাবণ মোল্লা (১৮) আড়াইহাজার পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের শিক্ষার্থী। আর বহিষ্কৃতরা হলেন–একই কলেজের সাইদ (১৮) ও তারিকুল ইসলাম তুর্য (১৯)।
এ বিষয়ে ড. আব্দুল আউয়াল মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘আজ এইচএসসি ইংরেজি ১ম পত্রের পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের পকেট তল্লাশি করে দুজনের কাছ থেকে নকল ও একজনের কাছ থেকে গাঁজার পুরিয়া উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হলে দুজনকে বহিষ্কার ও মাদক নিয়ে আসা শিক্ষার্থীকে সাজা দেওয়া হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল বলেন, ‘এটা আমাদের কাছে বিস্ময়কর যে, পরীক্ষার হলে মাদকসহ প্রবেশ করেছে একজন পরীক্ষার্থী। তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে নকলের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে এক পরীক্ষার্থীর পকেট থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত পরীক্ষার্থীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় আরও দুই পরীক্ষার্থীকে নকল করার দায়ে বহিষ্কার করা হয়।
আজ বৃহস্পতিবার উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চালানো হয়। আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার।
কেন্দ্র সচিব ও স্কুলের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত শ্রাবণ মোল্লা (১৮) আড়াইহাজার পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের শিক্ষার্থী। আর বহিষ্কৃতরা হলেন–একই কলেজের সাইদ (১৮) ও তারিকুল ইসলাম তুর্য (১৯)।
এ বিষয়ে ড. আব্দুল আউয়াল মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘আজ এইচএসসি ইংরেজি ১ম পত্রের পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের পকেট তল্লাশি করে দুজনের কাছ থেকে নকল ও একজনের কাছ থেকে গাঁজার পুরিয়া উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হলে দুজনকে বহিষ্কার ও মাদক নিয়ে আসা শিক্ষার্থীকে সাজা দেওয়া হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল বলেন, ‘এটা আমাদের কাছে বিস্ময়কর যে, পরীক্ষার হলে মাদকসহ প্রবেশ করেছে একজন পরীক্ষার্থী। তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে নকলের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’
সুনির্দিষ্ট ডিজাইন করে অটোরিকশা বিআরটিএ থেকে অনুমোদন দেওয়ার দাবি জানিয়েছেন জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি সোহেল রানা। বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হক চৌধুরী হলে ‘আধুনিক নগর ব্যবস্থাপনায় সড়ক পরিবহনে রিকশা বিতর্ক ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এ দাবি জানান।
৫ মিনিট আগেআমি নিম্নস্বাক্ষরকারী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে আপনার নেতৃত্বাধীন স্কাউট টিম মেম্বার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর স্ত্রী। দেশের বিশেষ পরিস্থিতিতে আপনি বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন। শপথ গ্রহণের পর আপনি আইনের শাসন বজায় রাখা এবং দুঃশাসনের অবসানের প্রতিশ্রুতি দিয়েছেন।
১০ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আজ বুধবার বিকেল থেকে চলা এই সংঘর্ষে তাঁদের মৃত্যু হয়। উপজেলার আড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়ার পর একটি বিদ্যালয়ের ১৬ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। আজ বুধবার দুপুরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
২৬ মিনিট আগে