নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের জাতীয় মাছ ইলিশ রক্ষায় মাওয়া থেকে চাঁদপুর জেলার কাঁচিকাটা পর্যন্ত আজ বুধবার জাটকা ধরা বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে নৌ-পুলিশ। আজ সন্ধ্যায় অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন নৌ–পুলিশের সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাথি রানী শর্মা।
সাথি রানী শর্মা জানান, নৌ–পুলিশের চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে জাটকা ধরার সময় এক কোটি তিন লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ ছাড়া জাটকা ধরার অপরাধে ছয় জেলেসহ ছয়টি মাছ ধরার ট্রলার আটক করা হয়েছে। দিনভর অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। অভিযানে নৌ–পুলিশের বিভিন্ন থানার অর্ধশতাধিক সদস্য অংশ নিয়েছে।
জাটকা সংরক্ষণ অভিযানের বিষয়ে নৌ–পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম বলেন, ‘জাতীয় মাছ ইলিশ আমাদের দেশের ঐতিহ্য ও ভৌগোলিক পণ্য হিসেবে বিখ্যাত। এ মৎস্য সম্পদ রক্ষায় নৌ–পুলিশ ‘জাটকা সংরক্ষণ অভিযান ২০২৩’ চালিয়েছে।’
শফিকুল ইসলাম আরও বলেন, জাটকা রক্ষা করতে পারলে দেশে ইলিশ মাছের উৎপাদন বাড়বে। যা দিয়ে দেশের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব। দেশের মৎস্য সম্পদকে আরও সমৃদ্ধ করার জন্য নৌ–পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গত ২৬ ডিসেম্বর সব ধরনের অবৈধ জাল নির্মূলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপন অনুযায়ী, বেহুন্দি জালসহ সব ধরনের অবৈধ জাল অপসারণে বাংলাদেশের ১৭টি জেলায় চার ধাপে ৩০ দিনব্যাপী ‘বিশেষ কম্বিং অভিযান’ পরিচালনা করা হবে।
দেশের জাতীয় মাছ ইলিশ রক্ষায় মাওয়া থেকে চাঁদপুর জেলার কাঁচিকাটা পর্যন্ত আজ বুধবার জাটকা ধরা বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে নৌ-পুলিশ। আজ সন্ধ্যায় অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন নৌ–পুলিশের সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাথি রানী শর্মা।
সাথি রানী শর্মা জানান, নৌ–পুলিশের চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে জাটকা ধরার সময় এক কোটি তিন লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ ছাড়া জাটকা ধরার অপরাধে ছয় জেলেসহ ছয়টি মাছ ধরার ট্রলার আটক করা হয়েছে। দিনভর অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। অভিযানে নৌ–পুলিশের বিভিন্ন থানার অর্ধশতাধিক সদস্য অংশ নিয়েছে।
জাটকা সংরক্ষণ অভিযানের বিষয়ে নৌ–পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম বলেন, ‘জাতীয় মাছ ইলিশ আমাদের দেশের ঐতিহ্য ও ভৌগোলিক পণ্য হিসেবে বিখ্যাত। এ মৎস্য সম্পদ রক্ষায় নৌ–পুলিশ ‘জাটকা সংরক্ষণ অভিযান ২০২৩’ চালিয়েছে।’
শফিকুল ইসলাম আরও বলেন, জাটকা রক্ষা করতে পারলে দেশে ইলিশ মাছের উৎপাদন বাড়বে। যা দিয়ে দেশের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব। দেশের মৎস্য সম্পদকে আরও সমৃদ্ধ করার জন্য নৌ–পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গত ২৬ ডিসেম্বর সব ধরনের অবৈধ জাল নির্মূলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপন অনুযায়ী, বেহুন্দি জালসহ সব ধরনের অবৈধ জাল অপসারণে বাংলাদেশের ১৭টি জেলায় চার ধাপে ৩০ দিনব্যাপী ‘বিশেষ কম্বিং অভিযান’ পরিচালনা করা হবে।
রিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানেরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাঁর আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা...
৬ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী নিহতের ঘটনায় রিকশাচালক আরজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
১৪ মিনিট আগেসংঘর্ষের কারণে যাত্রাবাড়ী ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
১৮ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে সাগরে গোসলে নেমে নিখোঁজের ১৭ ঘণ্টা পর মাদ্রাসা পড়ুয়া দুই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সৈকতে মৃতদেহ দুইটি ভেসে এসেছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ
১৮ মিনিট আগে