নরসিংদী প্রতিনিধি
বাবার চেয়ে ১৯ বছর বেশি ছেলের বয়স। জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এমন ভুল হওয়ায় নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে ছেলেকে। এমনকি মা-বাবার নামও ভুল রয়েছে তাঁর এনআইডিতে।
বয়সের এমন পার্থক্য দেখা গেছে নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের ৩ নম্বর ওয়ার্ড এর বাসিন্দা মো. এনামুল হকের জাতীয় পরিচয়পত্রে।
মো. এনামুল হকের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, বাবা মো. জালাল মিয়ার জন্মতারিখ ১৯৬৮ সালের ২ জানুয়ারি। আর ছেলে মো. এনামুল হকের জন্ম তারিখ ১৯৪৯ সালের ১ জানুয়ারি। সে হিসাবে বাবার বর্তমান বয়স ৫৬ বছর ৮ মাস ২৯ দিন, আর ছেলের বয়স ৭৫ বছর ৯ মাস। অর্থাৎ বাবার চেয়ে ১৯ বছর বেশি ছেলের বয়স।
এদিকে শুধু বয়সই নয়। জাতীয় পরিচয়পত্রে ছেলের বাবা ও মায়ের নামও ভুল লিপিবদ্ধ করা হয়েছে। যেখানে বাবার নাম মো. জালাল মিয়া এবং মায়ের নাম মোছা. রাজিয়া বেগম হওয়ার কথা, সেখানে দেওয়া হয়েছে মো. জালাল উদ্দীন ও মোছা. রাজিয়া।
ছেলে মো. এনামুল হক জানান, লেখাপড়া জানেন না তিনি। তাঁর বর্তমান বয়স ৩৩ বছর। বয়সের এমন ব্যবধানের জন্য জাতীয় পরিচয়পত্র দিয়ে কোথাও কোনো কাজ করতে পারছেন না। জাতীয় পরিচয়পত্রে বাবার চেয়ে তাঁর বয়স বেশি থাকায় নানা সমস্যায় পড়তে হচ্ছে। ইতিমধ্যে প্রবাসে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এনআইডিতে ভুল থাকায় পাসপোর্ট করতে পারেননি। এ ছাড়া পারিবারিক নানা প্রয়োজনে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে পারছেন না তিনি।
বাবা মো. জালাল মিয়া বলেন, তার ছেলের আইডি কার্ড দিয়ে অনেক কাজই করতে পারছেন না। এটা ঠিক হওয়া খুবই দরকার। এজন্য সামনে ঢাকায় গিয়ে সংশোধনের জন্য আবেদন করবেন।
এ ব্যাপারে জানতে চাইলে রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম বলেন, ‘বাবার চেয়ে ছেলের বয়স বেশি হতে পারে না, এ রকম হলে ছেলেটি নানা বিড়ম্বনায় পড়বে সেটাই স্বাভাবিক। এই ভুলটি হয়তোবা অজ্ঞতাবশত হয়েছে। বয়স সংশোধন ‘গ’ ক্যাটাগরির আবেদন ঢাকা বিভাগীয় অফিস দেখে। তবে তদন্ত আমাদের কাছে আসবে, ছেলেটির বয়স সংশোধনে আমরা পূর্ণ সহযোগিতা করব।’
বাবার চেয়ে ১৯ বছর বেশি ছেলের বয়স। জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এমন ভুল হওয়ায় নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে ছেলেকে। এমনকি মা-বাবার নামও ভুল রয়েছে তাঁর এনআইডিতে।
বয়সের এমন পার্থক্য দেখা গেছে নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের ৩ নম্বর ওয়ার্ড এর বাসিন্দা মো. এনামুল হকের জাতীয় পরিচয়পত্রে।
মো. এনামুল হকের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, বাবা মো. জালাল মিয়ার জন্মতারিখ ১৯৬৮ সালের ২ জানুয়ারি। আর ছেলে মো. এনামুল হকের জন্ম তারিখ ১৯৪৯ সালের ১ জানুয়ারি। সে হিসাবে বাবার বর্তমান বয়স ৫৬ বছর ৮ মাস ২৯ দিন, আর ছেলের বয়স ৭৫ বছর ৯ মাস। অর্থাৎ বাবার চেয়ে ১৯ বছর বেশি ছেলের বয়স।
এদিকে শুধু বয়সই নয়। জাতীয় পরিচয়পত্রে ছেলের বাবা ও মায়ের নামও ভুল লিপিবদ্ধ করা হয়েছে। যেখানে বাবার নাম মো. জালাল মিয়া এবং মায়ের নাম মোছা. রাজিয়া বেগম হওয়ার কথা, সেখানে দেওয়া হয়েছে মো. জালাল উদ্দীন ও মোছা. রাজিয়া।
ছেলে মো. এনামুল হক জানান, লেখাপড়া জানেন না তিনি। তাঁর বর্তমান বয়স ৩৩ বছর। বয়সের এমন ব্যবধানের জন্য জাতীয় পরিচয়পত্র দিয়ে কোথাও কোনো কাজ করতে পারছেন না। জাতীয় পরিচয়পত্রে বাবার চেয়ে তাঁর বয়স বেশি থাকায় নানা সমস্যায় পড়তে হচ্ছে। ইতিমধ্যে প্রবাসে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এনআইডিতে ভুল থাকায় পাসপোর্ট করতে পারেননি। এ ছাড়া পারিবারিক নানা প্রয়োজনে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে পারছেন না তিনি।
বাবা মো. জালাল মিয়া বলেন, তার ছেলের আইডি কার্ড দিয়ে অনেক কাজই করতে পারছেন না। এটা ঠিক হওয়া খুবই দরকার। এজন্য সামনে ঢাকায় গিয়ে সংশোধনের জন্য আবেদন করবেন।
এ ব্যাপারে জানতে চাইলে রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম বলেন, ‘বাবার চেয়ে ছেলের বয়স বেশি হতে পারে না, এ রকম হলে ছেলেটি নানা বিড়ম্বনায় পড়বে সেটাই স্বাভাবিক। এই ভুলটি হয়তোবা অজ্ঞতাবশত হয়েছে। বয়স সংশোধন ‘গ’ ক্যাটাগরির আবেদন ঢাকা বিভাগীয় অফিস দেখে। তবে তদন্ত আমাদের কাছে আসবে, ছেলেটির বয়স সংশোধনে আমরা পূর্ণ সহযোগিতা করব।’
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
২ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
২ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
২ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
২ ঘণ্টা আগে