সাভারে তাজরীন ট্র্যাজেডি: নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ২৩: ২৯

তাজরীন ট্র্যাজেডির ১১ বছর পূর্তি হবে আগামীকাল ২৪ নভেম্বর। সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশন্সে অগ্নিকান্ডের ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছে নিহতদের স্বজন ও শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজনে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তাজরীন ফ্যাশনের বন্ধ কারখানার সামনে এই মোমবাতি প্রজ্বলন করেন তারা। 

মোমবাতি প্রজ্বলন শেষে উপস্থিত নেতা কর্মীরা ক্ষতিগ্রস্ত ভবন ভেঙে আহত শ্রমিকদের বাসস্থান নির্মাণ, ন্যায্য ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের সুচিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থাসহ মালিকের শাস্তির দাবি জানান।

এ সময় বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড. মাহাবুবুর রহমানসহ শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০১২ সালে ২৪ নভেম্বর সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার তোবা গ্রুপের তাজরীন ফ্যাশন লিমিটেডে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ১১৪ জন শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়। আহত হন কয়েকশ শ্রমিক।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত