ঢাবি প্রতিনিধি
রবীন্দ্রনাথের ভাস্কর্য সোহরাওয়ার্দী উদ্যানের ময়লার ভাগাড় থেকে তুলে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বসালেন শিক্ষার্থীরা। আজ শনিবার বিকেলে রবীন্দ্রনাথের ‘মাথা ভাঙা’ অবস্থায় আবার ভাস্কর্যটি বসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এর আগে রাজু ভাস্কর্যের দক্ষিণ পাশে থেকে রবীন্দ্রনাথের ভাস্কর্য সরিয়ে ময়লার ভাগাড়ে ফেলে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। মুখে স্কসটেপ ও পেরেকবিদ্ধ গীতাঞ্জলি হাতে সেন্সরশিপের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে এটি করা হয়। সাড়ে ১৯ ফুটের রবীন্দ্রনাথের এই ভাস্কর্য তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একদল শিক্ষার্থী।
এ বিষয়ে ভাস্কর্য তৈরি ও স্থাপনের কাজে সংশ্লিষ্ট এবং ছাত্র ইউনিয়নের একাংশের ঢাবি সংসদের সভাপতি শিমুল কুম্ভকার বলেন, ‘পৃথিবীর কোথাও প্রতিবাদের জন্য অনুমতি লাগে না। আমরা মতপ্রকাশে যে বাধা, তার প্রতিবাদ হিসেবে এটি স্থাপন করেছি। প্রক্টর স্যার নিজেকে চতুর মানুষ মনে করলেও তিনি ছাত্র ইউনিয়নকে অফিশিয়ালি কোনো কিছু জিজ্ঞেস করেননি। আমি (শিমুল) ভাস্কর্য তৈরির কাজে জড়িত, সেটি তিনি (প্রক্টর) নিশ্চয়ই জানতেন। কিন্তু তিনি একবারের জন্য ফোন না দিয়ে সরিয়ে ফেলেন। রবীন্দ্রনাথের ভাস্কর্য থাকবে। প্রতিবাদের জন্য রবীন্দ্রনাথের এই ভাস্কর্য বইমেলা যত দিন চলবে, তত দিন দাঁড়িয়ে থাকবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ভাস্কর্যটি অক্ষত অবস্থায় সরিয়েছি। কোনো দাবিদার পাইনি—তাই সরিয়েছি। এখন শিক্ষার্থীরা আবার বসিয়েছে, বিষয়টি সুন্দর নয়। তাদের শুভবুদ্ধির উদয় হোক। আশা করি, তারা সরিয়ে ফেলবে। যদি বিশ্ববিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা-বহির্ভূত কোনো কাজ কেউ করে, তাহলে আমরা (বিশ্ববিদ্যালয় প্রশাসন) বসে থাকব না।’
রবীন্দ্রনাথের ভাস্কর্য সোহরাওয়ার্দী উদ্যানের ময়লার ভাগাড় থেকে তুলে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বসালেন শিক্ষার্থীরা। আজ শনিবার বিকেলে রবীন্দ্রনাথের ‘মাথা ভাঙা’ অবস্থায় আবার ভাস্কর্যটি বসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এর আগে রাজু ভাস্কর্যের দক্ষিণ পাশে থেকে রবীন্দ্রনাথের ভাস্কর্য সরিয়ে ময়লার ভাগাড়ে ফেলে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। মুখে স্কসটেপ ও পেরেকবিদ্ধ গীতাঞ্জলি হাতে সেন্সরশিপের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে এটি করা হয়। সাড়ে ১৯ ফুটের রবীন্দ্রনাথের এই ভাস্কর্য তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একদল শিক্ষার্থী।
এ বিষয়ে ভাস্কর্য তৈরি ও স্থাপনের কাজে সংশ্লিষ্ট এবং ছাত্র ইউনিয়নের একাংশের ঢাবি সংসদের সভাপতি শিমুল কুম্ভকার বলেন, ‘পৃথিবীর কোথাও প্রতিবাদের জন্য অনুমতি লাগে না। আমরা মতপ্রকাশে যে বাধা, তার প্রতিবাদ হিসেবে এটি স্থাপন করেছি। প্রক্টর স্যার নিজেকে চতুর মানুষ মনে করলেও তিনি ছাত্র ইউনিয়নকে অফিশিয়ালি কোনো কিছু জিজ্ঞেস করেননি। আমি (শিমুল) ভাস্কর্য তৈরির কাজে জড়িত, সেটি তিনি (প্রক্টর) নিশ্চয়ই জানতেন। কিন্তু তিনি একবারের জন্য ফোন না দিয়ে সরিয়ে ফেলেন। রবীন্দ্রনাথের ভাস্কর্য থাকবে। প্রতিবাদের জন্য রবীন্দ্রনাথের এই ভাস্কর্য বইমেলা যত দিন চলবে, তত দিন দাঁড়িয়ে থাকবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ভাস্কর্যটি অক্ষত অবস্থায় সরিয়েছি। কোনো দাবিদার পাইনি—তাই সরিয়েছি। এখন শিক্ষার্থীরা আবার বসিয়েছে, বিষয়টি সুন্দর নয়। তাদের শুভবুদ্ধির উদয় হোক। আশা করি, তারা সরিয়ে ফেলবে। যদি বিশ্ববিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা-বহির্ভূত কোনো কাজ কেউ করে, তাহলে আমরা (বিশ্ববিদ্যালয় প্রশাসন) বসে থাকব না।’
দেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত ৪ বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর...
১ মিনিট আগেগণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো আপসের পথে হাঁটছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে আপস করা হয়েছে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে। দ্রুত নির্বাচনের আয়োজন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টাও চলছে বলে তাঁরা মন্তব্য করেন।
৯ মিনিট আগেকমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে রিকশাচালকদের অবরোধে জুরাইন রেল স্টেশনে নারায়ণগঞ্জ কমিউটার আটকে যায় ৷ খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন আটকে আছে কমলাপুরের শহরতলি স্টেশনে ৷
১৫ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান সিরাজ হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩৬ মিনিট আগে