পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের দাবি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ২১: ৪৯
Thumbnail image

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) পদে নিয়োগের ফলাফল বাতিলের নোটিশ বাতিল করে দ্রুত ফল প্রকাশের দাবি জানিয়েছেন নিয়োগ প্রত্যাশীরা। অন্যথায় আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন তারা। 

আজ রোববার দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে নিয়োগ প্রত্যাশীরা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিয়োগ প্রত্যাশী কানিজ মারিয়া ও ফৌজিয়া আক্তার বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ২০২০ সালের ১০ মার্চ পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) পদে এক হাজার ৮০ জন প্রশিক্ষণার্থী মনোনয়নের বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তির আলোকে প্রায় ৩ লাখ ৩১ হাজার প্রার্থী আবেদন করেন। 

পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে নিয়োগ প্রত্যাশীরানিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দীর্ঘ তিন বছর পর ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি এই পদের লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। লিখিত পরীক্ষার ফলাফল ওই বছরের ১১ মে প্রকাশ করা হয় এবং ২৫ মে থেকে ১৮ জুন পর্যন্ত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। তবে মৌখিক পরীক্ষার ৮ মাস পরেও ফলাফল প্রকাশ না করে উল্টো দুর্নীতির অজুহাতে নিয়োগ বাতিলের বিজ্ঞপ্তি দেওয়া হয়। 

ফৌজিয়া আক্তার বলেন, ‘ছিটমহলের বাসিন্দা হওয়ায় এবং আমার এনআইডি না থাকায় আমি ২০১৫ সাল পর্যন্ত কোনো সরকারি পরীক্ষায় অংশ নিতে পারিনি। চার বছর ধরে আমরা এই নিয়োগের অপেক্ষায় ছিলাম। এখন আমার চাকরির বয়সও শেষ। আমি এখন কি করবো জানি না।’ 

আরেক নিয়োগ প্রত্যাশী রিপা সুলতানা বলেন, ‘নিয়োগ বাতিলের এক সপ্তাহ আগেও বলেছে রেজাল্ট দিবে। আমার মা ছোটকালে মারা গেছেন, আমি খুব কষ্ট করে পড়াশোনা করেছি। এটাই আমার শেষ সুযোগ ছিল। কোনো সমস্যা না পাওয়ার পরেও কেন আমাদের রেজাল্ট বাতিল হলো।’ 

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, লিখিত পরীক্ষায় অনিয়মের অভিযোগে এই নিয়োগ বাতিল করা হয়েছে। তাহলে কেন লিখিত পরীক্ষার পর আবার ভাইভা নেওয়া হয়েছে? আবার পত্রিকার মাধ্যমে আমরা জেনেছি এর জন্য যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারাও কোনো অনিয়ম পাননি। তাহলে কেন এই নিয়োগ বাতিল হবে? যাদের নামে অভিযোগ রয়েছে তাদের পরীক্ষা বাতিল করা হলো না কেন? 

তারা জানান, নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক লেনদেন ও অনিয়মের অভিযোগের বিষয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিবসহ চার সদস্যের কমিটির মাধ্যমে তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের পক্ষে কোনো ধরনের সত্যতা না পেয়ে বিষয়টি নথিভুক্ত করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আমরা চাই নিয়োগ বাতিলের নোটিশ প্রত্যাহার করে দ্রুত ফলাফল ঘোষণা করা হোক। যদি না করে তাহলে আমরা আইনি পদক্ষেপসহ কঠোর কর্মসূচি নিয়ে বাধ্য হব। সংবাদ সম্মেলনে জান্নাতুল গুলশান আরা, প্রিয়াঙ্কা, সানজিদা লিজা, বনলতা, নিপা সুলতানাসহ প্রায় অর্ধশত নিয়োগ প্রত্যাশী উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত