Ajker Patrika

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ এক শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০১: ৩০
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ এক শিশুর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের ঘটনায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন তায়েবা (৩) নামে এক শিশু মারা গেছে। এ নিয়ে এ পর্যন্ত এই ঘটনায় তিনজন মারা গেল। 

আজ শনিবার রাত পৌনে ৮টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় শিশুটি। শিশু তায়েবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। 

ডা. তরিকুল বলেন, গাজীপুরের ঘটনায় রাতে ইনস্টিটিউটের আইসিইউতে তায়েবা (৩) নামে এক শিশু মারা গেছে। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। 

শনিবার সকালে মনসুর নামে একজন আইসিইউতে একজন মারা যায়। তার শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। গতকাল শুক্রবার সকালে সোলায়মান মোল্লা (৪৫) নামে একজন মারা যায়। এই ঘটনায় আজিজুল নামে একজনকে ছুটি দেওয়া হয়েছে। বর্তমানে ২৯ জন ভর্তি আছে। 

তায়েবার চাচা মো. আসাদ বলেন, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়ি উপজেলায়। গাজীপুরে সজল সুমাইয়া দম্পতির মেয়ে তায়েবা। এই ঘটনায় তায়েবার বড় ভাই তাওহিদ (৭) দগ্ধ অবস্থায় ভর্তি আছে। তায়েবার বাবা মো. সজল গাড়ি চালক। মা সুমাইয়া আক্তার গৃহিনী। ঘটনার সময় দুই ভাইবোন রাস্তায় খেলছিল। তখনই গ্যাসের আগুনে দগ্ধ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত