রবিউল আলম
হঠাৎ দুর্ঘটনায় যেন সবকিছু তছনছ হয়ে গেল। সংসারের হাল ধরেছিল যে ছেলেটি, সেই–ই এখন বেঁচে আছে নাকি মরে গেছে, কেউ জানে না। মায়ের কাছ থেকে দুপুর ২টায় বিদায় নিয়ে ডিউটিতে এসেছিল ইয়াসিন (১৬)। সবে একাদশ শ্রেণির শিক্ষার্থী সে। পরিবারের হাল ধরতেই তার কাজে যোগ দেওয়া। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এক মুহূর্তের দুর্ঘটনায় সবকিছু যেন এলোমেলো হয়ে গেল। ইয়াসিনের সন্ধানে মা নাজমা আক্তার কারখানার বাইরে বারবার কান্নায় ভেঙে পড়ছেন।
আজকের পত্রিকার প্রতিনিধিকে কাছে পেয়ে তিনি বলেন, ‘কাল সন্ধ্যায় আমার জন্য ৩০ টাকার হালিম কিনা আনছে। কেন আনছস জিজ্ঞেস করলে বলে, মা তোমার লাইগা আনছি। ও ইয়াসিন এখন কই তুই বাবা? ও আল্লাহ, তুমি ছাড়া এখন কেউ নাই। আমার বাড়িঘর দরকার নাই, আমি আমার ইয়াসিনকে চাই।’
নাজমা আক্তার কেঁদে কেঁদে প্রার্থনা করে বলেন, তাঁর ছেলে যেন ডিউটিতে আসার কথা বলে অন্য কোথাও যায়। ডিউটিতে যাওয়ার কথা থাকলেও সেজানের ডিউটিতে আজ যেন সে না যায়।
নাজমা আক্তারের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরে। গ্রামের বাড়ি নদীতে ভেঙে যাওয়ায় সেজানের পাশের ৫ ক্যানেল এলাকায় ভাড়া বাসায় থাকেন তিনি। তিন ছেলের মধ্যে সবচেয়ে ছোট ইয়াসিন। দেড় বছর বয়সে ইয়াসিন তাঁর বাবাকে হারায়। এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়েছিল সে। সংসারের হাল ধরতে ৫ হাজার ৭০০ টাকা বেতনে চাকরি নেয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত তিনজন নিহতের সংবাদ পাওয়া গেছে। ভেতরে আটকা আছেন অনেকেই।
হঠাৎ দুর্ঘটনায় যেন সবকিছু তছনছ হয়ে গেল। সংসারের হাল ধরেছিল যে ছেলেটি, সেই–ই এখন বেঁচে আছে নাকি মরে গেছে, কেউ জানে না। মায়ের কাছ থেকে দুপুর ২টায় বিদায় নিয়ে ডিউটিতে এসেছিল ইয়াসিন (১৬)। সবে একাদশ শ্রেণির শিক্ষার্থী সে। পরিবারের হাল ধরতেই তার কাজে যোগ দেওয়া। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এক মুহূর্তের দুর্ঘটনায় সবকিছু যেন এলোমেলো হয়ে গেল। ইয়াসিনের সন্ধানে মা নাজমা আক্তার কারখানার বাইরে বারবার কান্নায় ভেঙে পড়ছেন।
আজকের পত্রিকার প্রতিনিধিকে কাছে পেয়ে তিনি বলেন, ‘কাল সন্ধ্যায় আমার জন্য ৩০ টাকার হালিম কিনা আনছে। কেন আনছস জিজ্ঞেস করলে বলে, মা তোমার লাইগা আনছি। ও ইয়াসিন এখন কই তুই বাবা? ও আল্লাহ, তুমি ছাড়া এখন কেউ নাই। আমার বাড়িঘর দরকার নাই, আমি আমার ইয়াসিনকে চাই।’
নাজমা আক্তার কেঁদে কেঁদে প্রার্থনা করে বলেন, তাঁর ছেলে যেন ডিউটিতে আসার কথা বলে অন্য কোথাও যায়। ডিউটিতে যাওয়ার কথা থাকলেও সেজানের ডিউটিতে আজ যেন সে না যায়।
নাজমা আক্তারের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরে। গ্রামের বাড়ি নদীতে ভেঙে যাওয়ায় সেজানের পাশের ৫ ক্যানেল এলাকায় ভাড়া বাসায় থাকেন তিনি। তিন ছেলের মধ্যে সবচেয়ে ছোট ইয়াসিন। দেড় বছর বয়সে ইয়াসিন তাঁর বাবাকে হারায়। এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়েছিল সে। সংসারের হাল ধরতে ৫ হাজার ৭০০ টাকা বেতনে চাকরি নেয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত তিনজন নিহতের সংবাদ পাওয়া গেছে। ভেতরে আটকা আছেন অনেকেই।
বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা জানান, ২০২২ সালের ডিসেম্বরে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ১৫০ মেগাওয়াটের কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। পুনরায় ২০২৩ সালের মার্চে যান্ত্রিক ত্রুটির কারণে বুস্টার যন্ত্রটিও বন্ধ হয়। দুই দফা মেরামত ও দেড় বছর বন্ধ থাকার পর গত মে মাসে ফের উৎপাদনে আসে ১০০ মেগাওয়াটের গ্য
৫ মিনিট আগেনাটোরের বনপাড়া মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে। আজ মঙ্গলবার বিকেলের দিকে এই ঘটনা ঘটে।
৮ মিনিট আগেপিরোজপুরে ধর্ষণ মামলায় শামীম মৃধা (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহম্মদ আসাদুল্লাহ আসামির উপস্থিতিতে এই রায় দেন।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সনাতনী শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন করেন তারা।
১ ঘণ্টা আগে