Ajker Patrika

মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের পর চাপ কমেছে পদ্মা সেতুতে

মাওয়া (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৭ জুন ২০২২, ১৯: ২৮
মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের পর চাপ কমেছে পদ্মা সেতুতে

গত শনিবার পদ্মা সেতু উদ্বোধের পরদিন রোববার সকাল ৬টা থেকে সর্বসাধারণের জন্য যানবাহনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এদিন সকালে ও সন্ধ্যায় পদ্মা সেতুতে যানবাহনের চাপ ছিল বেশ। বিশেষ করে মোটরসাইকেলের সংখ্যা ছিল উল্লেখযোগ্য। তবে, মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণার পর আজ সোমবার সকাল থেকে সেতুতে যানবাহনের চাপ অনেক কমে গেছে। চাপ নেই উভয় প্রান্তের টোল প্লাজাতেও।

সেতু কর্তৃপক্ষ বলছে, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত পদ্মা সেতুতে মোট প্রায় পৌনে ৩ কোটি টাকা টোল আদায় হয়েছে। আর যানবাহন পারাপার হয়েছে প্রায় ৬০ হাজার। যার মধ্যে প্রায় ৬১ ভাগই মোটরসাইকেল।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, মোটরসাইকেল নিষিদ্ধের পর গতকালের তুলনায় চাপ অনেকটা কমে গেছে। তবে, গতকালের চেয়ে বাসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গতকাল মোটরসাইকেল ছিল মোট যানবাহনের প্রায় ৬০ ভাগের বেশি।
 
এদিকে, পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ করার প্রতিবাদে জাজিরা প্রান্তে বেলা আড়াইটার দিকে প্রায় আধা ঘণ্টা মহাসড়ক বন্ধ করে রাখেন মোটরসাইকেল চালকেরা। পরে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়।

পদ্মা সেতু (দক্ষিণ) থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘অল্প কিছুক্ষণ তারা সড়কে অবস্থান নিয়েছিল। পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত