জহিরুল আলম পিলু
ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ফলে আজ শনিবার সকাল থেকেই নিত্যদিনের মানব ব্যস্ততায় চিরচেনা রূপে ফিরে এসেছে রাজধানী শহর ঢাকা।
আজ সকালে রাজধানীর সড়কগুলোতে জনজট ও যানজট দুই-ই দেখা গেছে। যাত্রাবাড়ী, সায়েদাবাদ এলাকার বাস টার্মিনালগুলোতে দেখা যায়, কর্মমুখী মানুষ কাঁধে ব্যাগ নিয়ে বাস থেকে নামছেন। স্কুল-বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরাও ফিরছে ঢাকায়। তাদেরও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সময় হয়ে এসেছে।
টার্মিনালে একের পর এক প্রবেশ করছে দূরপাল্লার বাস, সেখান থেকে নামছেন নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের অনেক যাত্রী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়বে বলে জানান বাস মালিক ও শ্রমিক কর্মকর্তা-কর্মচারীরা।
যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে বরিশাল থেকে আগত ইলিশ পরিবহন থেকে ব্যাগ হাতে নামছিলেন আব্দুর রাজ্জাক নামে এক যাত্রী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের ছুটি শেষ। তাই আমার কর্মজীবনও শুরু। এ জন্য ঢাকায় চলে এসেছি।’
সায়েদাবাদ বাস টার্মিনালে সপরিবারে চট্টগ্রাম থেকে শ্যামলী পরিবহনে আসা রহিম মিয়া জানান, ‘ঈদের এই দীর্ঘ ছুটি পরিবারের সঙ্গে ভাগাভাগি করার পরে এখন ঢাকায় আসার সময় হয়েছে। বাচ্চাদের স্কুল খুব শিগগির খুলবে এবং রোববার থেকে আমার অফিস চালু হবে।’
ঢাকা-সিলেটগামী গোল্ডেন লাইন পরিবহনের চালক মোতালেব হোসেন বলেন, ঈদের ছুটি শেষে ঢাকায় আসা যাত্রীদের চাপ বেড়েছে। কিন্তু বিভিন্ন জায়গায় স্টপেজ থাকার কারণে মূল সড়কেই অনেক যাত্রী নেমে যাচ্ছেন। যানজটের কারণে টার্মিনালে প্রবেশ করতে অনেক সময় লাগে।
অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং যাত্রাবাড়ী থেকে ঢাকা-মাওয়া সড়কে যানজটের চিত্র দেখা গেছে। সায়েদাবাদ টার্মিনাল থেকে দূরপাল্লার বাসগুলো বিভিন্ন জেলায় থাকায় বাস টার্মিনাল অনেকটাই ফাঁকা।
ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ফলে আজ শনিবার সকাল থেকেই নিত্যদিনের মানব ব্যস্ততায় চিরচেনা রূপে ফিরে এসেছে রাজধানী শহর ঢাকা।
আজ সকালে রাজধানীর সড়কগুলোতে জনজট ও যানজট দুই-ই দেখা গেছে। যাত্রাবাড়ী, সায়েদাবাদ এলাকার বাস টার্মিনালগুলোতে দেখা যায়, কর্মমুখী মানুষ কাঁধে ব্যাগ নিয়ে বাস থেকে নামছেন। স্কুল-বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরাও ফিরছে ঢাকায়। তাদেরও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সময় হয়ে এসেছে।
টার্মিনালে একের পর এক প্রবেশ করছে দূরপাল্লার বাস, সেখান থেকে নামছেন নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের অনেক যাত্রী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়বে বলে জানান বাস মালিক ও শ্রমিক কর্মকর্তা-কর্মচারীরা।
যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে বরিশাল থেকে আগত ইলিশ পরিবহন থেকে ব্যাগ হাতে নামছিলেন আব্দুর রাজ্জাক নামে এক যাত্রী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের ছুটি শেষ। তাই আমার কর্মজীবনও শুরু। এ জন্য ঢাকায় চলে এসেছি।’
সায়েদাবাদ বাস টার্মিনালে সপরিবারে চট্টগ্রাম থেকে শ্যামলী পরিবহনে আসা রহিম মিয়া জানান, ‘ঈদের এই দীর্ঘ ছুটি পরিবারের সঙ্গে ভাগাভাগি করার পরে এখন ঢাকায় আসার সময় হয়েছে। বাচ্চাদের স্কুল খুব শিগগির খুলবে এবং রোববার থেকে আমার অফিস চালু হবে।’
ঢাকা-সিলেটগামী গোল্ডেন লাইন পরিবহনের চালক মোতালেব হোসেন বলেন, ঈদের ছুটি শেষে ঢাকায় আসা যাত্রীদের চাপ বেড়েছে। কিন্তু বিভিন্ন জায়গায় স্টপেজ থাকার কারণে মূল সড়কেই অনেক যাত্রী নেমে যাচ্ছেন। যানজটের কারণে টার্মিনালে প্রবেশ করতে অনেক সময় লাগে।
অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং যাত্রাবাড়ী থেকে ঢাকা-মাওয়া সড়কে যানজটের চিত্র দেখা গেছে। সায়েদাবাদ টার্মিনাল থেকে দূরপাল্লার বাসগুলো বিভিন্ন জেলায় থাকায় বাস টার্মিনাল অনেকটাই ফাঁকা।
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
৩৬ মিনিট আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
৪৩ মিনিট আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
১ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
১ ঘণ্টা আগে