ফরিদপুর প্রতিনিধি
সৎমেয়েকে ধর্ষণের দায়ে ফরিদপুরে চাকরিচ্যুত বিজিবি সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম হারুনার রশিদ ওরফে মাসুদ রানা, তিনি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার খামারবড়ধুল গ্রামের আবদুল্লাহ আল মাহমুদের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে প্রেরণ করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) স্বপন পাল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ এর ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে দণ্ডাদেশ দিয়েছেন আদালত। আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।’
হারুনার রশিদ বিডিআর বিদ্রোহ পরে চাকরিচ্যুত হন। এরপর সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে তানিয়া সুলতানা নামে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। একপর্যায়ে প্রথম স্বামীকে তালাক দিয়ে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে বিয়ে করেন তারা। তানিয়া ফরিদপুরে নগরকান্দা উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালে জানুয়ারি মাসে হারুনার রশিদ স্কুলপড়ুয়া সৎমেয়েকে তার ঘরে ঢুকে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এরপর নানাভাবে ভয়ভীতি দেখায় তাকে খুন করার হুমকি প্রদান করে একাধিকবার ধর্ষণ করে।
এজাহারে তানিয়া সুলতানা আরও উল্লেখ করেন, ‘আমার মেয়ে বিবাদীর ভয়ে চুপ করে থাকে। পরবর্তী সময় মেয়েকে ২০২০ সালের ২৯ জানুয়ারি স্কুলে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে মোটরসাইকেলে করে ঢাকায় এক বাসায় নিয়ে যায়। সেখানে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে ইন্টারনেটে প্রকাশের ভয়ভীতি দেখায়।
‘পরের দিন (৩০ জানুয়ারি) মেয়েকে নিয়ে আসলে শরীরের বিভিন্ন জায়গায় ফুলা ও জখম দেখতে পাই। পরে আমি গ্রামের স্থানীয় লোকজনকে ডাক দিলে তারা ভিকটিমকে পুলিশে সোপর্দ করে।’
এ ঘটনায় ওই দিনই নগরকান্দা থানায় নারী ও নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। এরপর ২০২০ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা (এসআই) অসীম। আদালত এ মামলার দীর্ঘ শুনানি শেষে আজ রায় প্রদান করেন।
সৎমেয়েকে ধর্ষণের দায়ে ফরিদপুরে চাকরিচ্যুত বিজিবি সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম হারুনার রশিদ ওরফে মাসুদ রানা, তিনি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার খামারবড়ধুল গ্রামের আবদুল্লাহ আল মাহমুদের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে প্রেরণ করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) স্বপন পাল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ এর ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে দণ্ডাদেশ দিয়েছেন আদালত। আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।’
হারুনার রশিদ বিডিআর বিদ্রোহ পরে চাকরিচ্যুত হন। এরপর সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে তানিয়া সুলতানা নামে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। একপর্যায়ে প্রথম স্বামীকে তালাক দিয়ে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে বিয়ে করেন তারা। তানিয়া ফরিদপুরে নগরকান্দা উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালে জানুয়ারি মাসে হারুনার রশিদ স্কুলপড়ুয়া সৎমেয়েকে তার ঘরে ঢুকে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এরপর নানাভাবে ভয়ভীতি দেখায় তাকে খুন করার হুমকি প্রদান করে একাধিকবার ধর্ষণ করে।
এজাহারে তানিয়া সুলতানা আরও উল্লেখ করেন, ‘আমার মেয়ে বিবাদীর ভয়ে চুপ করে থাকে। পরবর্তী সময় মেয়েকে ২০২০ সালের ২৯ জানুয়ারি স্কুলে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে মোটরসাইকেলে করে ঢাকায় এক বাসায় নিয়ে যায়। সেখানে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে ইন্টারনেটে প্রকাশের ভয়ভীতি দেখায়।
‘পরের দিন (৩০ জানুয়ারি) মেয়েকে নিয়ে আসলে শরীরের বিভিন্ন জায়গায় ফুলা ও জখম দেখতে পাই। পরে আমি গ্রামের স্থানীয় লোকজনকে ডাক দিলে তারা ভিকটিমকে পুলিশে সোপর্দ করে।’
এ ঘটনায় ওই দিনই নগরকান্দা থানায় নারী ও নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। এরপর ২০২০ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা (এসআই) অসীম। আদালত এ মামলার দীর্ঘ শুনানি শেষে আজ রায় প্রদান করেন।
গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো আপসের পথে হাঁটছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে আপস করা হয়েছে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে। দ্রুত নির্বাচনের আয়োজন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টাও চলছে বলে তাঁরা মন্তব্য করেন।
২ মিনিট আগেকমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে রিকশাচালকদের অবরোধে জুরাইন রেল স্টেশনে নারায়ণগঞ্জ কমিউটার আটকে যায় ৷ খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন আটকে আছে কমলাপুরের শহরতলি স্টেশনে ৷
৮ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান সিরাজ হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২৯ মিনিট আগেটাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে