কারাগারে বন্দী মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু

ঢামেক প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ২৩: ২২

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি সৈয়দ মো. তিতুমীর (৬৭) মারা গেছেন। 

আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় কারারক্ষীরা ওই আসামিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রাতে ওই আসামি কারাগারে অসুস্থ হয়ে পরে। এরপর কারা চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’ 

তিনি আরও বলেন, সৈয়দ মো. তিতুমীর মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ছিলেন। তার বাবার নাম মৃত সৈয়দ হাসান আলী। তার হাজতি নম্বর ২৩১০০/২৪। তবে তার বিস্তারিত ঠিকানা জানা যায়নি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত