Ajker Patrika

৫৮তম ডিজিসিএ সম্মেলনের সভাপতি বেবিচক চেয়ারম্যান

বিশেষ প্রতিনিধি, ঢাকা
৫৮তম ডিজিসিএ সম্মেলনের সভাপতি বেবিচক চেয়ারম্যান

রাজধানীতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর অংশগ্রহণে ইকাও-এর ৫৮ তম ডিজিসিএ সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

আজ রোববার প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে ৫ দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন ইকাও-এর কাউন্সিল প্রেসিডেন্ট সালভাতোর সাকিতানো, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন।

এ সম্মেলনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মহাপরিচালক/চেয়ারম্যান ও তাঁদের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেছেন। এবারের সম্মেলনে ৩৬ দেশ ও ১১টি আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

বেবিচক চেয়ারম্যান মফিদুর রহমান বলেন, বাংলাদেশ ১৯৭৩ সালে ইকাও-এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার সম্পর্কের ৫০ বছর পূর্তির সময়ে বাংলাদেশে এবারের সম্মেলন আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত গর্ব বোধ করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এ সংস্থার সদস্যপদ অর্জনের পর তিনি বাংলাদেশকে একটি অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। তারই দেখানো পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি বিমানবন্দরে বিবিধ উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

এবারের ডিজিসিএ কনফারেন্স-এর থিম হলো ‘ভবিষ্যৎ প্রজন্মের অ্যাভিয়েশন পেশাজীবীদের জন্য জেন্ডার ইকুয়ালিটি নিশ্চিতকরণ এবং আগামী প্রজন্মের জন্য দক্ষ ও প্রতিশ্রুতিশীল অ্যাভিয়েশন কর্মী গড়ে তোলা’। বর্তমানে বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে নারীদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ একটি রোল মডেলে পরিণত হয়েছে। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে জাতীয় উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সরকারি বেসরকারি চাকরিসহ দেশের প্রতিটি খাতেই বাংলাদেশে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভবিষ্যৎ প্রজন্মের অ্যাভিয়েশন পেশাজীবীদের মধ্যে জেন্ডার ইকুয়ালিটি ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য বঙ্গবন্ধু নেক্সট জেনারেশন অ্যাভিয়েশন প্রফেশনালস স্কলারশিপ চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সম্মেলনের মূল কার্যক্রম শুরু হয়। প্রথমে সম্মেলনের সভাপতি ও সহসভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এবং সহসভাপতি নির্বাচিত হন ফিলিপাইন সিভিল অ্যাভিয়েশন অথোরিটির মহাপরিচালক ক্যাপ্টেন ম্যানুয়াল এন্টোনিও এল. তামায়ো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত