অনলাইন ডেস্ক
চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন পুলিশের ৪০তম ব্যাচের ক্যাডেট সাব-ইন্সপেক্টর বা এসআইরা। পরে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করে চাকরি ফিরে পাওয়ার আশ্বাস পেয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনরতদের প্রতিনিধিরা।
আজ সোমবার সকালে প্রথমে সচিবালয়ের সামনের সড়কে জড়ো হলেও পরবর্তী সময় সচিবালয়ের উল্টো দিকের সড়কে অবস্থান নেন তাঁরা। গতকাল রোববারও একই দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। আজ অবস্থান কর্মসূচির পালনকালে তাঁদের তিন সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সঙ্গে দেখা করতে যান। তাঁদের মধ্যে মুনমুন আখতার ও রাফি মিয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সম্প্রতি রাজশাহীর সারদায় প্রশিক্ষণে থাকা ৩২১ জন ক্যাডেট এসআইকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চার দফায় বাদ দেওয়া হয়। বাদ পড়া ক্যাডেট এসআইরা দাবি করেন—শৃঙ্খলাভঙ্গের যে অভিযোগ তাঁদের বিরুদ্ধে তোলা হয়েছে, সেটা সঠিক ছিল না।
বহিষ্কারাদেশ প্রত্যাহার করে অবিলম্বে নিয়োগের দাবি জানিয়ে তাঁরা বলেন, যোগ্যতার ভিত্তিতেই পুলিশের এ চাকরি পেয়েছেন তাঁরা। পুরো প্রশিক্ষণের সময় তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের কোনো অভিযোগ না থাকলেও শেষ সময় ঠুনকো অভিযোগে তাঁদের বাদ দেওয়া হয়। দাবি নিয়ে আন্দোলনরতদের তিন প্রতিনিধি সচিবালয়ে স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনির সঙ্গে দেখা করেছেন। সচিব তাঁদের চাকরি ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে আশ্বাস দিয়েছেন। এ ক্ষেত্রে এই ব্যাচের ৯ জানুয়ারির পাসিং আউট প্যারেড পেছানো হতে পারে বলে জানিয়েছেন তাঁরা।
চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন পুলিশের ৪০তম ব্যাচের ক্যাডেট সাব-ইন্সপেক্টর বা এসআইরা। পরে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করে চাকরি ফিরে পাওয়ার আশ্বাস পেয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনরতদের প্রতিনিধিরা।
আজ সোমবার সকালে প্রথমে সচিবালয়ের সামনের সড়কে জড়ো হলেও পরবর্তী সময় সচিবালয়ের উল্টো দিকের সড়কে অবস্থান নেন তাঁরা। গতকাল রোববারও একই দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। আজ অবস্থান কর্মসূচির পালনকালে তাঁদের তিন সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সঙ্গে দেখা করতে যান। তাঁদের মধ্যে মুনমুন আখতার ও রাফি মিয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সম্প্রতি রাজশাহীর সারদায় প্রশিক্ষণে থাকা ৩২১ জন ক্যাডেট এসআইকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চার দফায় বাদ দেওয়া হয়। বাদ পড়া ক্যাডেট এসআইরা দাবি করেন—শৃঙ্খলাভঙ্গের যে অভিযোগ তাঁদের বিরুদ্ধে তোলা হয়েছে, সেটা সঠিক ছিল না।
বহিষ্কারাদেশ প্রত্যাহার করে অবিলম্বে নিয়োগের দাবি জানিয়ে তাঁরা বলেন, যোগ্যতার ভিত্তিতেই পুলিশের এ চাকরি পেয়েছেন তাঁরা। পুরো প্রশিক্ষণের সময় তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের কোনো অভিযোগ না থাকলেও শেষ সময় ঠুনকো অভিযোগে তাঁদের বাদ দেওয়া হয়। দাবি নিয়ে আন্দোলনরতদের তিন প্রতিনিধি সচিবালয়ে স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনির সঙ্গে দেখা করেছেন। সচিব তাঁদের চাকরি ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে আশ্বাস দিয়েছেন। এ ক্ষেত্রে এই ব্যাচের ৯ জানুয়ারির পাসিং আউট প্যারেড পেছানো হতে পারে বলে জানিয়েছেন তাঁরা।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়টির (খুবি) শিক্ষার্থীরা সব ধরনের ক্লাস ও অ্যাসেসমেন্ট বর্জন করেছেন। আজ বুধবার সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন ও প্রতীকী অনশন এবং বিক্ষোভ করবেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
৩ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটির ওপর আস্থা রেখে অনশন কর্মসূচি প্রত্যাহার করতে শিক্ষার্থীদের অনুরোধ করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সি আর আবরার। আজ বুধবার সকালে উপদেষ্টা কুয়েটে আসেন এবং গত সোমবার বিকেল থেকে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।
৩৬ মিনিট আগেপটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রিমি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে লতাচাপলী ইউনিয়নের আলীপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকায় গুলিতে নিহত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা রিপন মিয়ার (২৮) লাশ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বাধা দিয়েছেন মামলার বাদী ও নিহতের বড় ভাই আক্তার হোসেন।
১ ঘণ্টা আগে