নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুন প্রজন্ম নতুনভাবে ভাববে, নতুনভাবে সমস্যার সমাধান দেবে উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণেরা উদ্যমী ও উদ্ভাবনী প্রাণশক্তি দিয়ে সমাজকে পরিবর্তন করবে।
আজ শনিবার ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্মের উদ্যোগে ব্র্যাক, সিডিএম সাভারে দুই দিনব্যাপী ‘পরিবর্তনের উৎসব ২০২৪ ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্র্যাক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বিশ্বের মহান নেতারা বিশ্বে যে বড় বড় পরিবর্তনগুলো এনেছেন, তার আগে তারা তাদের প্রায়োরিটি সেভাবে নির্ধারণ করেছিলেন। তোমরা কীভাবে তোমাদেরটা নির্ধারণ করবে, সেটা তোমাদের ভেবে নিতে হবে। সবার ভাবনা ভিন্ন হবে, তবে সে ভাবনার মাঝে কিছু জিনিস কমন থাকতে হবে—সেটা হলো দেশপ্রেম, দেশের মানুষের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি কর্তব্য। যেভাবে পরিবারের প্রতি, মা-বাবার প্রতি তোমাদের কর্তব্যবোধ রয়েছে।’
অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন ব্র্যাকের মাইগ্রেশন অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান। এরপর দেশের নানা প্রান্তের ইতিবাচক নানা সামাজিক পরিবর্তনে নেতৃত্ব দেওয়া তরুণদের (ইয়াং চেঞ্জমেকার) সামাজিক উদ্যোগ ও তাদের উৎপাদিত পণ্যসম্ভার বিভিন্ন স্টলে প্রদর্শিত হয়। সম্মানিত অতিথিরা স্টলগুলো ঘুরে দেখার মাধ্যমে দেশের নানা প্রান্তে কমিউনিটিতে কাজ করা তরুণদের সমাজ বদলের গল্প, তাঁদের বিভিন্ন প্রকল্প, উৎপাদিত পণ্য ও পরিষেবা সম্পর্কে জানতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বনামধন্য ইনফ্লুয়েন্সার রাবা খান ও সাকিব বিন রশীদের সঙ্গে ইয়াং চেঞ্জমেকারদের লাইভ আড্ডার মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।
চলতি বছর ‘আমরা নতুন নেটওয়ার্ক’-এর আওতায় নির্ধারিত কমিউনিটিভিত্তিক প্রকল্পগুলোর মধ্য থেকে উদ্ভাবনীমূলক ধারণা উপস্থাপনের মাধ্যমে শীর্ষ ১০টি প্রকল্প নির্বাচিত হয়। অনুষ্ঠানে সেরা ৫ প্রকল্প হিসেবে বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করা ‘ওয়েস্ট টু রিসোর্স’, নারীদের দক্ষতা উন্নয়নে কাজ করা ‘উদ্যমিতা’, জলবায়ু মোকাবিলায় কাজ করা ‘উজ্জ্বীবন’, সকল আকারের মানুষের পোশাক নিয়ে কাজ করা ‘মুক্ত’ ও নারীদের আইটি প্রশিক্ষণ বিষয়ে কাজ করা ‘খাদিজা’ প্রকল্পকে ‘ইয়াং চেইঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৪’ দেওয়া হয়।
সম্মাননা প্রদান শেষে রাবা খান ইয়াং চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৪ পাওয়া সেরা ৫ প্রকল্পের চেঞ্জমেকারদের সঙ্গে তাদের সমাজ বদলের গল্প শুনতে এক অনানুষ্ঠানিক মুক্ত আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ ইয়াং চেঞ্জমেকারদের সঙ্গে একটি টাউন হল সেশনে অংশ নিয়ে তরুণদের উদ্দেশে বলেন, ‘যে কাজটা করবে মনে প্রাণে করবে যাতে করে অনেক বেশি মানুষের জীবনে প্রভাব রাখতে পারো। তোমার স্বপ্নটা যেন বড় হয়, খাঁটি হয়। আর জোট বেঁধে কাজ করবে। একজন কোনো ভালো কাজে এগিয়ে এলে আরও অনেকে আসে। এ জন্যই আমরা নতুন নেটওয়ার্ক করা হয়েছে যাতে আমরা একজন আরেকজনের পাশে থাকতে পারি।’
নতুন প্রজন্ম নতুনভাবে ভাববে, নতুনভাবে সমস্যার সমাধান দেবে উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণেরা উদ্যমী ও উদ্ভাবনী প্রাণশক্তি দিয়ে সমাজকে পরিবর্তন করবে।
আজ শনিবার ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্মের উদ্যোগে ব্র্যাক, সিডিএম সাভারে দুই দিনব্যাপী ‘পরিবর্তনের উৎসব ২০২৪ ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্র্যাক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বিশ্বের মহান নেতারা বিশ্বে যে বড় বড় পরিবর্তনগুলো এনেছেন, তার আগে তারা তাদের প্রায়োরিটি সেভাবে নির্ধারণ করেছিলেন। তোমরা কীভাবে তোমাদেরটা নির্ধারণ করবে, সেটা তোমাদের ভেবে নিতে হবে। সবার ভাবনা ভিন্ন হবে, তবে সে ভাবনার মাঝে কিছু জিনিস কমন থাকতে হবে—সেটা হলো দেশপ্রেম, দেশের মানুষের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি কর্তব্য। যেভাবে পরিবারের প্রতি, মা-বাবার প্রতি তোমাদের কর্তব্যবোধ রয়েছে।’
অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন ব্র্যাকের মাইগ্রেশন অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান। এরপর দেশের নানা প্রান্তের ইতিবাচক নানা সামাজিক পরিবর্তনে নেতৃত্ব দেওয়া তরুণদের (ইয়াং চেঞ্জমেকার) সামাজিক উদ্যোগ ও তাদের উৎপাদিত পণ্যসম্ভার বিভিন্ন স্টলে প্রদর্শিত হয়। সম্মানিত অতিথিরা স্টলগুলো ঘুরে দেখার মাধ্যমে দেশের নানা প্রান্তে কমিউনিটিতে কাজ করা তরুণদের সমাজ বদলের গল্প, তাঁদের বিভিন্ন প্রকল্প, উৎপাদিত পণ্য ও পরিষেবা সম্পর্কে জানতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বনামধন্য ইনফ্লুয়েন্সার রাবা খান ও সাকিব বিন রশীদের সঙ্গে ইয়াং চেঞ্জমেকারদের লাইভ আড্ডার মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।
চলতি বছর ‘আমরা নতুন নেটওয়ার্ক’-এর আওতায় নির্ধারিত কমিউনিটিভিত্তিক প্রকল্পগুলোর মধ্য থেকে উদ্ভাবনীমূলক ধারণা উপস্থাপনের মাধ্যমে শীর্ষ ১০টি প্রকল্প নির্বাচিত হয়। অনুষ্ঠানে সেরা ৫ প্রকল্প হিসেবে বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করা ‘ওয়েস্ট টু রিসোর্স’, নারীদের দক্ষতা উন্নয়নে কাজ করা ‘উদ্যমিতা’, জলবায়ু মোকাবিলায় কাজ করা ‘উজ্জ্বীবন’, সকল আকারের মানুষের পোশাক নিয়ে কাজ করা ‘মুক্ত’ ও নারীদের আইটি প্রশিক্ষণ বিষয়ে কাজ করা ‘খাদিজা’ প্রকল্পকে ‘ইয়াং চেইঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৪’ দেওয়া হয়।
সম্মাননা প্রদান শেষে রাবা খান ইয়াং চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৪ পাওয়া সেরা ৫ প্রকল্পের চেঞ্জমেকারদের সঙ্গে তাদের সমাজ বদলের গল্প শুনতে এক অনানুষ্ঠানিক মুক্ত আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ ইয়াং চেঞ্জমেকারদের সঙ্গে একটি টাউন হল সেশনে অংশ নিয়ে তরুণদের উদ্দেশে বলেন, ‘যে কাজটা করবে মনে প্রাণে করবে যাতে করে অনেক বেশি মানুষের জীবনে প্রভাব রাখতে পারো। তোমার স্বপ্নটা যেন বড় হয়, খাঁটি হয়। আর জোট বেঁধে কাজ করবে। একজন কোনো ভালো কাজে এগিয়ে এলে আরও অনেকে আসে। এ জন্যই আমরা নতুন নেটওয়ার্ক করা হয়েছে যাতে আমরা একজন আরেকজনের পাশে থাকতে পারি।’
কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে নিহত তিন যুবক ভবুঘরে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার (২৩ এপ্রিল) ভোরে তাঁরা ট্রেনে কাটা পড়েন। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
১৯ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
৩৯ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় জাহিদুল ইসলাম জুয়েল (৩৭) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টা ৩০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪২ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষক সমিতির নেতারা বলেছেন, ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় দোষ থাকলে উপাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর দোষী না হলে তাঁর মর্যাদা সমুন্নত রাখা হোক। আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নেতারা এ কথা বলেন। এ সময় শিক্ষক সমিতির সভাপতি শাহিদুল ইসলাম
১ ঘণ্টা আগে