মানবতা বিরোধী অপরাধে সাতক্ষীরার চারজনের বিরুদ্ধে প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২১, ১৩: ১৫

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জের চারজনের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 

আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিবেদনের সার-সংক্ষেপ তুলে ধরেন তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক এম সানাউল হক। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাহান কবীরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, চার আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিন আসামি এখনো পলাতক। তাদের বিরুদ্ধে ১১১ পৃষ্ঠার প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে, পাশাপাশি সংযুক্তি হিসেবে চার ভলিউমের ১৭৫ পৃষ্ঠার প্রতিবেদন দেওয়া হয়। 

চার আসামির বিরুদ্ধে নির্যাতন, অপহরণ, গণহত্যা, অগ্নিসংযোগসহ দুটি অভিযোগ আনা হয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত