কিশোরগঞ্জে মহিষ চুরির অভিযোগে ২ জনকে পিটিয়ে হত্যা

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি 
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৩: ১৩
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৪: ০৩
দুজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের অষ্টগ্রামে মহিষ চুরির অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার দেওঘর ইউনিয়নের দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কচুয়া গ্ৰামের চারু মিয়ার ছেলে শাজাহান মিয়া (৩৫) এবং কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের কাগজি গ্ৰামের হীরা মিয়ার ছেলে নাসির মিয়া (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে শাহজাহান ও নাসির মিয়া বাঙ্গালপাড়ার দিক থেকে একটি মহিষ চুরি করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী তাঁদের আটক করে।

পরে দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাঁদের বেঁধে রাখলে উত্তেজিত এলাকাবাসী পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, মহিষসহ দুজনকে আটক করে পিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলে দুজনই মারা গেলে থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত