নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিয়োগ বোর্ড ও বাছাই কমিটির সদস্য সচিব তিনি। তিনিই আবার একটি পদে আবেদনকারী। নিজেই বাছাই করেছেন নিজের আবেদন। তাঁর নাম মোহাম্মদ কামরুল ইসলাম। বর্তমানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্বে থাকা এই ব্যক্তি আবেদন করেছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার পদে।
নিয়োগ-সংক্রান্ত সব কমিটি থেকে পদত্যাগ না করে, নিজেই প্রার্থী হওয়ার মধ্য দিয়ে কামরুল ইসলাম আইনের ব্যত্যয় ঘটিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও (ইউজিসি) বলছে, নিয়োগ-সংক্রান্ত কমিটিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের থাকাটি অবৈধ। কারণ, তিনি একজন প্রার্থী।
ইআবি সূত্র জানায়, গত ১৭ জানুয়ারি প্রথম শ্রেণির ৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ইআবি। পদগুলো হলো রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, মাদ্রাসা পরিদর্শক, পরিচালক ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)। প্রার্থীদের ৭ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রার বরাবর আবেদন করতে বলা হয়। এ বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রার হিসেবে সই করেছেন ড. মোহাম্মদ কামরুল ইসলাম। তিনিই আবার রেজিস্ট্রার হওয়ার জন্য এই পদে আবেদন করেছেন।
নিয়োগ বোর্ডের সদস্য নিজেই আবেদনকারী হওয়ায় বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অন্য প্রার্থীরা। নাম প্রকাশ না করার শর্তে রেজিস্ট্রার পদে আবেদনকারী তিনজন প্রার্থী বলেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নিজেই যেখানে প্রার্থী, সেখানে তিনি কীভাবে বাছাই কমিটির সদস্য হন।
এ বিষয়ে জানতে চাইলে কামরুল ইসলাম বলেন, ‘আমি রেজিস্ট্রার পদে আবেদন করেছি। বিশ্ববিদ্যালয় যোগ্য মনে করলে, আমাকে নেবে।’
অবশ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আব্দুর রশিদ নিয়োগ কমিটিতে রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল ইসলামকে রাখা হবে না বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন। তিনি বলেন, ‘যিনি প্রার্থী হবেন তাঁকে নিয়োগ কমিটিতে রাখা হবে না। আগে কী হয়েছে, সেটি জানি না। এবার স্বচ্ছ নিয়োগ হবে।’
নিয়োগ কমিটিতে প্রার্থী থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান। তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা খবর নেব।’
নিয়োগ বোর্ড ও বাছাই কমিটির সদস্য সচিব তিনি। তিনিই আবার একটি পদে আবেদনকারী। নিজেই বাছাই করেছেন নিজের আবেদন। তাঁর নাম মোহাম্মদ কামরুল ইসলাম। বর্তমানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্বে থাকা এই ব্যক্তি আবেদন করেছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার পদে।
নিয়োগ-সংক্রান্ত সব কমিটি থেকে পদত্যাগ না করে, নিজেই প্রার্থী হওয়ার মধ্য দিয়ে কামরুল ইসলাম আইনের ব্যত্যয় ঘটিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও (ইউজিসি) বলছে, নিয়োগ-সংক্রান্ত কমিটিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের থাকাটি অবৈধ। কারণ, তিনি একজন প্রার্থী।
ইআবি সূত্র জানায়, গত ১৭ জানুয়ারি প্রথম শ্রেণির ৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ইআবি। পদগুলো হলো রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, মাদ্রাসা পরিদর্শক, পরিচালক ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)। প্রার্থীদের ৭ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রার বরাবর আবেদন করতে বলা হয়। এ বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রার হিসেবে সই করেছেন ড. মোহাম্মদ কামরুল ইসলাম। তিনিই আবার রেজিস্ট্রার হওয়ার জন্য এই পদে আবেদন করেছেন।
নিয়োগ বোর্ডের সদস্য নিজেই আবেদনকারী হওয়ায় বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অন্য প্রার্থীরা। নাম প্রকাশ না করার শর্তে রেজিস্ট্রার পদে আবেদনকারী তিনজন প্রার্থী বলেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নিজেই যেখানে প্রার্থী, সেখানে তিনি কীভাবে বাছাই কমিটির সদস্য হন।
এ বিষয়ে জানতে চাইলে কামরুল ইসলাম বলেন, ‘আমি রেজিস্ট্রার পদে আবেদন করেছি। বিশ্ববিদ্যালয় যোগ্য মনে করলে, আমাকে নেবে।’
অবশ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আব্দুর রশিদ নিয়োগ কমিটিতে রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল ইসলামকে রাখা হবে না বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন। তিনি বলেন, ‘যিনি প্রার্থী হবেন তাঁকে নিয়োগ কমিটিতে রাখা হবে না। আগে কী হয়েছে, সেটি জানি না। এবার স্বচ্ছ নিয়োগ হবে।’
নিয়োগ কমিটিতে প্রার্থী থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান। তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা খবর নেব।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১৭ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
৪২ মিনিট আগেসিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
১ ঘণ্টা আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
১ ঘণ্টা আগে