বোয়ালমারীতে বাঁশবাগান থেকে ৩৪০টি গুলি উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৭: ৪৮
Thumbnail image

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে প্রায় ৩৪০টি মরিচা ধরা গুলি উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা ১টার দিকে পূর্ব রাজাপুর গ্রামের মান্নান শরীফের বাঁশবাগান থেকে গুলিগুলো উদ্ধার করে পুলিশ। 

এ বিষয়ে চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ওই গ্রামের মান্নান শরীফের বাঁশবাগান এলাকায় হাবিবুর রহমান একটি গাছ কাটতে যান। এ সময় গাছ কাটার জন্য গাছের গোড়ার মাটি খোঁড়ার সময় একটি লোহার বাক্স দেখতে পান। বাক্স খুলে ভেতরে গুলি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩৪০টি গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো উদ্ধার করে থানায় আনা হয়। তবে ৩৪০টির কমবেশি হতে পারে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো মুক্তিযুদ্ধের সময়কার বীর মুক্তিযোদ্ধাদের রক্ষিত গুলি। তবে গুলিগুলো মরিচা ধরে একেবারে অকেজো হয়ে গেছে, এর কোনো কার্যকারিতা নেই। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত