Ajker Patrika

গুলশানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ৪ ঘণ্টা তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯: ৫২
গুলশানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ৪ ঘণ্টা তীব্র যানজট

রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় সড়ক অবরোধ করেছেন একদল শিক্ষার্থী। টাকা নিয়ে বিদেশে পড়াশোনার জন্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক নামে একটি প্রতিষ্ঠান কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রতিষ্ঠানটির অফিসের সামনের আজ সোমবার দুপুরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। 

এতে গুলশান-২ হয়ে কাকলী থেকে নতুনবাজার এবং ইউনাইটেড হাসপাতাল থেকে গুলশান-১ পর্যন্ত সড়কে যান চলাচল প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে। আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। 

আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন গুলশান ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ। 

তিনি বলেন, একদল শিক্ষার্থী গুলশান-২ এলাকায় বিদেশে পড়াশোনাবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক অফিসের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিদেশে পড়াশোনার জন্য তাঁরা টাকা দিয়েছিলেন। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় তাঁরা আজ বেলা ২টায় সড়ক অবরোধ করেন। 
এর ফলে গুলশান-২ হয়ে কাকলী থেকে নতুনবাজার এবং ইউনাইটেড হাসপাতাল থেকে গুলশান-১ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সন্ধ্যা ৬টায় তাঁরা সড়ক ছেড়ে দেন। এরপর সড়কে যান চলাচল শুরু হয়। 

বিক্ষোভকারীরা দাবি করেন, তাঁরা এজেন্সিকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছে। কিছু ক্ষেত্রে জনপ্রতি ১৭ লাখ টাকারও বেশি দিয়েছেন। তাঁদের প্রত্যেককেই বিদেশে পড়াশোনার জন্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিষ্ঠানটি। 

প্রতিষ্ঠানটি তাঁদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। কোনো টাকা ফেরতও দেয়নি এবং এর কোনো রসিদও দেয়নি। 

ওই এলাকায় প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধে যান চলাচল বন্ধ থাকে। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ডিসি তারেক মাহমুদ জানান, বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়েছে। সন্ধ্যা ৬টার পর থেকে সড়কে যান চলাচল করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত