সিট-বাণিজ্য: জাবি ছাত্র ইউনিয়নকে শোকজ

জাবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ১৯: ৪৭
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ২২: ০১

সিট-বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখাকে শোকজ করেছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ। এ জন্য আগামী তিন কার্যদিবসের মধ্যে দায়িত্বশীল নেতাদের যথোপযুক্ত কারণ ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রোববার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক লাভলী হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিট-বাণিজ্যের সঙ্গে ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের নেতা-কর্মীদের সম্পৃক্ততা লক্ষ করা গেছে। যা অত্যন্ত দুঃখজনক ও সংগঠনের সাত দশকের লড়ায়ের সুনাম ক্ষুণ্ন করার শামিল। তাই আগামী তিন কার্যদিবসের মধ্যে অভিযোগের যথোপযুক্ত কারণ ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হলো।

এ বিষয়ে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমতিয়াজ অর্ণব বলেন, ‘এমন কোনো চিঠির বিষয়ে আমরা জানতে পারিনি।’ অন্যদিকে সাধারণ সম্পাদক অমর্ত্য রায়কে মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপক শীল বলেন, ‘ছাত্র ইউনিয়ন সব সময় অন্যায়ের বিরুদ্ধে ছিল। শিক্ষার্থীদের পক্ষে ছিল। আর আমাদের কারও বিরুদ্ধে এমন প্রশ্ন ওঠাটা খুবই অস্বাভাবিক।

‘আমরা বিশ্বাস করি, অভিযোগটি সত্য নয়। তবে যেহেতু একটি অভিযোগ উঠেছে, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। যদি এমন কোনো ঘটনার সঙ্গে ছাত্র ইউনিয়নের কেউ জড়িত হন। তাদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের সাধারণ সম্পাদক অমর্ত্য রায়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ৪০টি সিট চাওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের স্বীকারোক্তিমূলক একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত