Ajker Patrika

শরীয়তপুরে বজ্রপাতে তিনজনের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে বজ্রপাতে তিনজনের মৃত্যু

শরীয়তপুরের জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে ঝোড়ো বৃষ্টির সময় পৃথক বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়। 

নিহতরা হলেন, ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের নাজিমপুর গ্রামের রতন মুন্সীর ছেলে সৌদিপ্রবাসী মো. নাদিম মুন্সী (২৫), মহিষার ইউনিয়নের উত্তর মহিষার গ্রামের মোসলেম মালের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫) ও জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমরদ্দিন মাদবর কান্দির জাহাঙ্গীর মোল্লার ছেলে সিফাত মোল্লা (২১)। 

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার দুপুরে মাছের খামারে খাদ্য (ফিড) দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নাদিম মুন্সী আহত হন। এ সময় স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে গৃহবধূ আনোয়ারা বেগম আকাশে মেঘ দেখে মাঠ থেকে গরু আনতে গিয়ে গুরুসহ মারা যান। 

জাজিরার ইউএনও মো. কামরুল হাসান সোহেল জানান, সিফাত মোল্যা ফসলের মাঠে কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতে আহত হন। তাঁকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত