টাঙ্গাইল ও বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
ঢাকা-রাজশাহী রুটে ডাকাতির ঘটনায় আটক বাসের সুপারভাইজার, চালক ও চালকের সহকারী জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁরা জামিন পেলেও বিষয়টি আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি জানা যায়।
এদিকে যাত্রীরা ঘটনাস্থল টাঙ্গাইলের মির্জাপুর বললেও মির্জাপুর থানা পুলিশের দাবি, ঘটনাস্থল গাজীপুরের কালিয়াকৈরে।
নাটোরের বড়াইগ্রাম আমলি আদালত সূত্রে জানা যায়, বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম স্বাক্ষরিত চালানমূলে ঢাকা-রাজশাহী চলাচলকারী ইউনিক রোড রয়েলস বাসের চালক বাবলু ইসলাম (৩৫), চালকের সহকারী সুমন ইসলাম (৩৫) ও সুপারভাইজার মাহবুল আলমকে (৩৮) বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়। সন্ধ্যায় তাঁদের আদালতের সামনে হাজির করলে আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক মোস্তফা কামাল বলেন, মামলাটি ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারার হওয়ায় এবং আসামিদের বিরুদ্ধে কোনো ধর্তব্য অপরাধের অভিযোগ সুনির্দিষ্ট না থাকায় আদালত তাঁদের জামিনের আদেশ দেন।
ভুক্তভোগী যাত্রীদের টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করতে বলে বড়াইগ্রাম থানার পুলিশ। এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, বাসের যাত্রীরা মৌখিকভাবে পুলিশকে ডাকাতি হওয়ার কথা বলেছেন। অনেক যাত্রীই রাস্তায় নেমে গেছেন। দুজন নারী যাত্রী এসেছিলেন। তাঁদের একজনের বাড়ি নাটোরের লালপুরে, আরেকজনের বাড়ি রাজশাহীর পুঠিয়ার দিকে। তাঁরা তাঁদের নির্যাতনের ব্যাপারে কোনো কথা বলেননি। তাঁরা চলে গেছেন। তাঁদের মোবাইল ফোন নম্বরও তাঁর কাছে নেই।
অন্যদিকে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। সঠিক তথ্য উদ্ঘাটনে অনেক দূর এগোতে পেরেছি। কালিয়াকৈরের হাই-টেক পার্কের নিকট বাসটি পৌঁছার পর ডাকাতেরা ডাকাতি শুরু করে। ডাকাতেরা প্রায় দুই ঘণ্টার মতো সময় বাস জিম্মি করে ডাকাতি করে। পরবর্তী সময়ে কালিয়াকৈরের নন্দন পার্ক এলাকায় বাস থামিয়ে ডাকাতেরা পালিয়ে যান। ধর্ষণের ঘটনার প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে ওই নারীদের মোবাইল, টাকা ছিনিয়ে নেওয়ার সময় গায়ে ধস্তাধস্তির কারণে গায়ে স্পর্শ লেগেছে। সেই বিষয়কেই এলাকাভেদে বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে।’
ঢাকা-রাজশাহী রুটে ডাকাতির ঘটনায় আটক বাসের সুপারভাইজার, চালক ও চালকের সহকারী জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁরা জামিন পেলেও বিষয়টি আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি জানা যায়।
এদিকে যাত্রীরা ঘটনাস্থল টাঙ্গাইলের মির্জাপুর বললেও মির্জাপুর থানা পুলিশের দাবি, ঘটনাস্থল গাজীপুরের কালিয়াকৈরে।
নাটোরের বড়াইগ্রাম আমলি আদালত সূত্রে জানা যায়, বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম স্বাক্ষরিত চালানমূলে ঢাকা-রাজশাহী চলাচলকারী ইউনিক রোড রয়েলস বাসের চালক বাবলু ইসলাম (৩৫), চালকের সহকারী সুমন ইসলাম (৩৫) ও সুপারভাইজার মাহবুল আলমকে (৩৮) বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়। সন্ধ্যায় তাঁদের আদালতের সামনে হাজির করলে আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক মোস্তফা কামাল বলেন, মামলাটি ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারার হওয়ায় এবং আসামিদের বিরুদ্ধে কোনো ধর্তব্য অপরাধের অভিযোগ সুনির্দিষ্ট না থাকায় আদালত তাঁদের জামিনের আদেশ দেন।
ভুক্তভোগী যাত্রীদের টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করতে বলে বড়াইগ্রাম থানার পুলিশ। এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, বাসের যাত্রীরা মৌখিকভাবে পুলিশকে ডাকাতি হওয়ার কথা বলেছেন। অনেক যাত্রীই রাস্তায় নেমে গেছেন। দুজন নারী যাত্রী এসেছিলেন। তাঁদের একজনের বাড়ি নাটোরের লালপুরে, আরেকজনের বাড়ি রাজশাহীর পুঠিয়ার দিকে। তাঁরা তাঁদের নির্যাতনের ব্যাপারে কোনো কথা বলেননি। তাঁরা চলে গেছেন। তাঁদের মোবাইল ফোন নম্বরও তাঁর কাছে নেই।
অন্যদিকে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। সঠিক তথ্য উদ্ঘাটনে অনেক দূর এগোতে পেরেছি। কালিয়াকৈরের হাই-টেক পার্কের নিকট বাসটি পৌঁছার পর ডাকাতেরা ডাকাতি শুরু করে। ডাকাতেরা প্রায় দুই ঘণ্টার মতো সময় বাস জিম্মি করে ডাকাতি করে। পরবর্তী সময়ে কালিয়াকৈরের নন্দন পার্ক এলাকায় বাস থামিয়ে ডাকাতেরা পালিয়ে যান। ধর্ষণের ঘটনার প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে ওই নারীদের মোবাইল, টাকা ছিনিয়ে নেওয়ার সময় গায়ে ধস্তাধস্তির কারণে গায়ে স্পর্শ লেগেছে। সেই বিষয়কেই এলাকাভেদে বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে।’
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
৪ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
৫ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
৫ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
৫ ঘণ্টা আগে