রাজধানীর চকবাজারে রাসায়নিক গুদামে আগুন, আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৮: ৩৪
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১০: ২২

রাজধানীর চকবাজারে একটি রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে চকবাজারের ইসলামবাগ এলাকায় অবস্থিত ওই রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিসের ঢাকা কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোররাত সাড়ে ৩টা দিকে তাঁরা আগুন লাগার খবর পান। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রচেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

রাশেদ বিন খালেদ আজকের পত্রিকাকে জানান, শুরুর দিকে ৯টি ইউনিট কাজ শুরু করলেও আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন না নেভায় এখনো সেখানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে বলে জানান তিনি। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার চকবাজারের অগ্নিকাণ্ডের বিষয়ে গণমাধ্যমকে বলেছেন, ‘গোডাউনে কী ধরনের কেমিক্যাল ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মালিকপক্ষ ও স্থানীয়রা জানিয়েছেন, সেখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে। এর জন্য আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে।’ 

তবে এই অগ্নিকাণ্ডে হতাহতের বিষয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের এ দুই কর্মকর্তা। এমনকি এই অগ্নিকাণ্ডের ফলে আর্থিক ক্ষয়ক্ষতি কেমন হতে পারে তা জানা যায়নি এখনো।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত