নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস লিমিটেড এর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ কিছু আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ শনিবার দুপুর ১২টার দিকে সংস্থাটির অতিরিক্ত উপ মহাপরিদর্শক ইমাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানান।
ইমাম হোসেন বলেন, গত ৮ জুলাই এখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এই ঘটনায় সরকার সিআইডিকে তদন্তের ভার দিয়েছে। আমরা আজ ঘটনাস্থল পরিদর্শন করলাম। এখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু আলামত পেয়েছি। যেগুলো নিয়ে আমাদের তদন্ত দল কাজ করবে।
ইমাম হোসেন আরও বলেন, তদন্তকাজ শেষ হলে শিগগিরই প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রাথমিক পরিদর্শন শেষে দশটি পয়েন্ট তদন্তকারী কর্মকর্তাকে নোট করে দিয়েছি। এই পয়েন্টগুলো ধরে তিনি কাজ করবেন। আশা করছি খুব শিগগিরই আগুন কীভাবে লাগল এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫২ জনের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস, জেলা প্রশাসনসহ একাধিক তদন্ত কমিটি গঠন হয়। এরই মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। ওই দিনই ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস লিমিটেড এর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ কিছু আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ শনিবার দুপুর ১২টার দিকে সংস্থাটির অতিরিক্ত উপ মহাপরিদর্শক ইমাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানান।
ইমাম হোসেন বলেন, গত ৮ জুলাই এখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এই ঘটনায় সরকার সিআইডিকে তদন্তের ভার দিয়েছে। আমরা আজ ঘটনাস্থল পরিদর্শন করলাম। এখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু আলামত পেয়েছি। যেগুলো নিয়ে আমাদের তদন্ত দল কাজ করবে।
ইমাম হোসেন আরও বলেন, তদন্তকাজ শেষ হলে শিগগিরই প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রাথমিক পরিদর্শন শেষে দশটি পয়েন্ট তদন্তকারী কর্মকর্তাকে নোট করে দিয়েছি। এই পয়েন্টগুলো ধরে তিনি কাজ করবেন। আশা করছি খুব শিগগিরই আগুন কীভাবে লাগল এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫২ জনের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস, জেলা প্রশাসনসহ একাধিক তদন্ত কমিটি গঠন হয়। এরই মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। ওই দিনই ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রাস্তা অবরোধ না করে সোহরাওয়ার্দী উদ্যানেও ক্ষোভ প্রকাশ করতে পারে। কিংবা আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারে। আমরা চাই শান্তিপ্রিয় সমাধান।’
৪ মিনিট আগেনীলফামারীর ডিমলায় তৃতীয় বিয়ে করায় যুবকের বিশেষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রী। আজ মঙ্গলবার সকালে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্ত্রী।
১২ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দ্রুত গতির মাইক্রোবাসের ধাক্কায় আতর বানু (৭৭) নামের এক নারী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে জালকুড়ি বাসস্ট্যান্ডের কড়াইতালা এ দুর্ঘটনা ঘটেছে।
২৭ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় সজল সরকার (৩০) নামের এক সিএনজিচালিত অটোরিকশা আরোহী মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে