গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আল আমিন (১8) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। আজ শনিবার মহানগরীর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের
(ব্রি) ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্র মহানগরীর চান্দনা এলাকার বাসিন্দা এক্তার আলীর ছেলে। তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজাহার হাট এলাকায়। সে স্থানীয় চান্দনা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।
নিহতের ভগ্নিপতি ইকবাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, শনিবার দুপুরে আল আমিনসহ চারজন ধান গবেষণা ইনস্টিটিউটের ভেতরে বেড়াতে যায়। এ সময় চার-পাঁচ ছিনতাইকারী তাদের নাম-পরিচয় জানতে চায়। এরপর তাদের সঙ্গে যা যা আছে তাদের দিয়ে দিতে বলে।
একপর্যায়ে আল আমিনের কাছে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে বাধা দিলে তার বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে খালাতো ভাই শাকিল আহমেদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায়।
আল আমিনের সঙ্গে থাকা বন্ধু মোমিনুল হক জানান, ‘শনিবার দুপুরের দিকে আল আমিন (১৯), তার খালাতো ভাই শাকিল আহমেদ (২১), ছোট ভাই আতিক (১৪) ও আমি ধান গবেষণা ইনস্টিটিউটের ভেতরে বেড়াতে যাই। পরে সেখানে আমরা ছিনতাইকারীর কবলে পড়ি। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আল আমিন আহত হয়।
পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হয়, কিন্তু চিকিৎসকদের গাফিলতির কারণে সেখানে ভর্তি অবস্থায় বেলা ১টার দিকে আল আমিন মারা যায়।’
এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক হাসনিন জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘আহত অবস্থায় ওই ছাত্রকে হাসপাতালে আনা হলে আমরা তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি। উন্নত চিকিৎসার জন্য যে অন্যত্র রেফার্ড করব আমরা এ সময়ও পাইনি। এখানে চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি।’
সদর মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আল আমিন (১8) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। আজ শনিবার মহানগরীর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের
(ব্রি) ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্র মহানগরীর চান্দনা এলাকার বাসিন্দা এক্তার আলীর ছেলে। তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজাহার হাট এলাকায়। সে স্থানীয় চান্দনা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।
নিহতের ভগ্নিপতি ইকবাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, শনিবার দুপুরে আল আমিনসহ চারজন ধান গবেষণা ইনস্টিটিউটের ভেতরে বেড়াতে যায়। এ সময় চার-পাঁচ ছিনতাইকারী তাদের নাম-পরিচয় জানতে চায়। এরপর তাদের সঙ্গে যা যা আছে তাদের দিয়ে দিতে বলে।
একপর্যায়ে আল আমিনের কাছে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে বাধা দিলে তার বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে খালাতো ভাই শাকিল আহমেদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায়।
আল আমিনের সঙ্গে থাকা বন্ধু মোমিনুল হক জানান, ‘শনিবার দুপুরের দিকে আল আমিন (১৯), তার খালাতো ভাই শাকিল আহমেদ (২১), ছোট ভাই আতিক (১৪) ও আমি ধান গবেষণা ইনস্টিটিউটের ভেতরে বেড়াতে যাই। পরে সেখানে আমরা ছিনতাইকারীর কবলে পড়ি। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আল আমিন আহত হয়।
পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হয়, কিন্তু চিকিৎসকদের গাফিলতির কারণে সেখানে ভর্তি অবস্থায় বেলা ১টার দিকে আল আমিন মারা যায়।’
এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক হাসনিন জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘আহত অবস্থায় ওই ছাত্রকে হাসপাতালে আনা হলে আমরা তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি। উন্নত চিকিৎসার জন্য যে অন্যত্র রেফার্ড করব আমরা এ সময়ও পাইনি। এখানে চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি।’
সদর মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
ভোলার মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের কাজ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত সাবেক ছাত্রদল নেতা নিহতের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
১ ঘণ্টা আগেঢাকার চকবাজারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে আছেন আরও ২ জন। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে চকবাজারের চম্পাতলী এলাকায় এই ঘটনা ঘটে। গণপিটুনিতে আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল সোয়া ৭টার দিকে একজনকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগেবগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১ জন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার শেরপুর-ধুনট সড়কের রনবীরবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৮) ও হোসনাবাদ গ্রামের হানিফ উদ্দিন (৩৬)।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুর সদর উপজেলায় প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে ও গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উত্তর হামছাদী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে